Prasant Kishor: তৃণমূলের ভোট কুশলী নয়, রাজনীতির ময়দানে পিকের নতুন দল

প্রস্তাব পেয়েও কংগ্রেসে যোগদান ফিরিয়ে দেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prasant Kishor)। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ভোটকুশলী হিসাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা প্রশান্ত কিশোর নতুন পথ…

Prashant Kishore

প্রস্তাব পেয়েও কংগ্রেসে যোগদান ফিরিয়ে দেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prasant Kishor)। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ভোটকুশলী হিসাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করা প্রশান্ত কিশোর নতুন পথ নিলেন।  তিনি ঘোষণা করলেন ‘জন সুরাজ’।

প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক পথ টুইট করেছেন।তিনি লিখেছেন “১০ বছর ধরে চড়াই উতরাইয়ের পর একটা সিদ্ধান্তে আসতে পেরেছি। কিন্তু জীবনের পাতা উলটে মানুষের হয়ে কাজ করতে চাই। বিহার থেকে যাত্রা শুরু।”

এর পর দেশ জুড়ে শোরগোল। কারণ ভোট কুশলী থেকে এবার পুরোদস্তুর রাজনৈতিক ব্যক্তিত্ব পিকে। 

সূত্রের খবর, পাটনায় রয়েছেন প্রশান্ত কিশোর। বিহার সরকারের অন্দরে বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ-এর মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছেন পিকে। শোনা যাচ্ছে, নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। বিহারের একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে কথাও বলবেন। এরপরেই নিজের দল ঘোষণা করবেন।

রাজনৈতিক মহলে গুঞ্জন, সংসদীয় রাজনীতির দিকে পা বাড়াবেন প্রশান্ত কিশোর। তাই আগে থেকেই বিভিন্ন দলের হাইকম্যান্ডের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাঁকে।

পিকে কি থার্ড ফ্রন্টকে একজোট করতে উদ্যোগ নিয়েছেন? পিকে স্পষ্ট করেছিলেন, বিজেপিকে পরাজিত করতে হলে তৃতীয় নয়, দ্বিতীয় ফ্রন্ট গঠন করা প্রয়োজন৷ যেখানে কংগ্রেসের থাকা জরুরি।

তবে প্রশান্ত কিশোরের পাটনা সফরে বিশেষ আকর্ষণ। কারণ, বিধানসভা ভোটে এনডিএ জোটের আসন সংখ্যা বেশি পাওয়ায় মুখ্যমন্ত্রী পদে বিজেপির কাউকে দেখতে চান গেরুয়া শিবিরের কর্মীরা। কিন্তু জোট খাতিরে নীতীশের ওপর ভরসা রেখেছিলেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। ভোটের ফলে জেডিইউ বিজেপির অনেক পিছনে। তবু ঘোষণা অনুযায়া মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার।

তবে বিহারের এনডিএ সরকারের মধ্যে ফাটল বাড়ছে। নীতীশ কুমার ও বিজেপির মধ্যে দূরত্ব স্পষ্ট। তিনি পুরনো জোটসঙ্গী তথা বিরোধী মহাজোটের বড় শরিক আরজেডি ঘনিষ্ঠ হতে ফের শুরু করেছেন। বারবার জোটবদলু নীতীশ কুমার ২০১৪ সালে এনডিএ জোট ভেঙে আরজেডি জোটে যান। পরে সেই জোট ভেঙে ফের এনডিএ শিবিরে আসেন। গুঞ্জন আবার তিনি জোট বদলের পথে।

এদিকে পাটনার রাজনৈতিক মহলের চর্চা নীতীশকে উপরাষ্ট্রপতি পদের টোপ দিতে চলেছে বিজেপি। তবে ঝানু রাজনীতিক মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেহাত উপরাষ্ট্রপতির মতো পদ নিয়ে মূল রাজনীতি থেকে সরবেন না তাও চর্চিত। এসবের মাঝে পিকে পাটনায়। তাতে আরও রাজনৈতিক হাওয়া গরম।