মেসির চেয়ে বেতন বেশি নেইমারের

নেইমার অনুশীলন করা প্রায় ছেড়েই দিয়েছেন। অনুশীলনে এলেও আসছেন মাতাল অবস্থায়। এমতাবস্থায় এক ফরাসি সাময়িকী অনুযায়ী, ফ্রান্সের শীর্ষ লিগে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। ফ্রেঞ্চ লিগ…

Messi PSG

নেইমার অনুশীলন করা প্রায় ছেড়েই দিয়েছেন। অনুশীলনে এলেও আসছেন মাতাল অবস্থায়। এমতাবস্থায় এক ফরাসি সাময়িকী অনুযায়ী, ফ্রান্সের শীর্ষ লিগে নেইমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে বোর্দো-পিএসজি ম্যাচে মেসি এবং নেইমারকে দুয়ো দিয়েছেন পিএসজি সমর্থকেরা। এই ম্যাচের আগে পিএসজি সমর্থকদের চরমপন্থী গোষ্ঠী ‘কালেকটিফ আল্ট্রাস পারিস’ বিবৃতিতে বলেছিল, “আমাদের পিএসজিতে এমন খেলোয়াড় দরকার, যারা দলের সেবা করে, দল থেকে শুধু সেবা নেয় না…।”

গত বছর সেপ্টেম্বরে জানা গিয়েছিল, পিএসজিতে নেইমারের চেয়ে বেশি বেতন পান মেসি। কিন্তু লেকিপের হিসাব বলছে, পিএসজিতে নেইমারের এ মরশুমে বেতন তিন কোটি ইউরো। আর মেসির বেতন বছরে আড়াই কোটি ইউরো। করসহ হিসাব করে নিট বেতনের এই অঙ্কটা করা হয়েছে। তবে এই নিট বেতনের বাইরেও বিভিন্ন বোনাস থেকে আনুমানিক আরও দেড় কোটি ইউরো আয়ের সুযোগ আছে মেসির।

   

Advertisements

লেকিপ লিগ আঁর খেলোয়াড়দের করহীন মাসিক বেতনের হিসাব করেছে। কর ছাড়া নেইমারের মাসিক বেতন ৪০ লাখ ৮৩ হাজার ইউরো।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News