গত সিজনে দুরন্ত পারফরম্যান্স ছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দলের। সিনিয়রদের সাথেই পাল্লা দিয়ে লড়াই করেছে ছোটরা। কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে দল অনায়াসেই পৌঁছে গিয়েছিল ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনালে। সেখানে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হতে হলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি করেছিল সকলকে। তাছাড়াও সেই ফাইনালে ওঠার সুবাদে নেক্সট জেনারেশন কাপ (NextGen Cup ) খেলার ছাড়পত্র পেয়ে যায় লাল-হলুদ ব্রিগেড।
আগামী ১লা আগস্ট থেকেই যুক্তরাজ্যে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। যেটি শেষ হবে ৪ঠা আগস্ট। সব মিলিয়ে মোট ৮টি ফুটবল ক্লাবের জুনিয়র দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। যার মধ্যে ভারত থেকে রয়েছে মোট তিনটি ফুটবল ক্লাব। ইমামি ইস্টবেঙ্গল, পাঞ্জাব এফসি এবং মুথূট ফুটবল অ্যাকাডেমি।
অপরদিকে ইংল্যান্ড তথা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রয়েছে ৪টি ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা, এভারটন, এবং ক্রিস্টাল প্যালেস। এছাড়াও দক্ষিণ আফ্রিকার ফুটবল লিগ থেকে এ বছর অংশগ্রহণ করছে স্টেলেনবোশ ফুটবল ক্লাব। এখন এই আন্তর্জাতিক টুর্নামেন্টের দিকেই তাকিয়ে সকলে।
কিন্তু কতক্ষণ ধরে চলবে এই টুর্নামেন্টের ম্যাচ? সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইট অনুযায়ী প্রত্যেক দলের এগারো জন ফুটবলারদের মাঠে নিয়ে নির্ধারিত ৫০ মিনিট পর্যন্ত চলবে প্রত্যেকটি ফুটবল ম্যাচ। এক্ষেত্রে ২৫ মিনিট করে ভাগ করা হবে দুইটি অর্ধ।
তাছাড়াও জানা গিয়েছে, অ্যাস্টন ভিলার বডিমুর ট্রেনিং গ্ৰাউন্ডে আয়োজিত হবে রাউন্ডের ম্যাচ গুলি। যেখানে দুইটি গ্ৰুপে ভাগ করা হবে ক্লাব গুলিকে। গ্ৰুপের অবস্থানের ভিত্তিতে এগিয়ে যাবে দল গুলি। শেষে লফবরো ইউনিভার্সিটি স্টেডিয়ামে আয়োজিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।