World Cup: ১৪৯ রানে জিতে ভারতের আসন কেড়ে নিল নিউজিল্যান্ড

New Zealand

দুর্বার গতিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। পরপর চার ম্যাচে জিতল তারা। বুধবার বিশ্বকাপ ২০২৩ এর (Cricket World Cup) ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

Advertisements

পরপর চার ম্যাচ জিতে চলতি বিশ্বকাপ ক্রম তালিকার পয়লা নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। চার ম্যাচে প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট +১.৯২৩। ভারত এক ম্যাচ কম খেলে রয়েছে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের মতো ভারতও টুর্নামেন্টে অপরাজিত।

এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। সুযোগ পাওয়া প্রায় প্রত্যেক ব্যাটসম্যান দলের মোট রানের পিছনে অবদান রেখেছেন। পঞ্চাশ ওভারে ৬ উইকেটের বিনিময়ে কিউইদের স্কোর ২৮৮। সবথেকে বেশি ৮০ বলে ৭১ রান করেছেন ফিলিপস। ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক টম লাথাম। এছাড়া ইয়ং করেছেন ৫৪ রান। আফগানিস্তানের হয়ে এদিনের ম্যাচে দুই উইকেট করে পেয়েছেন নবীন উল হক এবং ওমরজাই।

Advertisements

দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। ১৩৯ রানে শেষ তাদের ইনিংস। দলের হয়ে রহমত শাহ করেছেন সর্বোচ্চ ৩৬ রান। মিচেল স্যান্টনার এবং লকি ফার্গুসন দুজনে নিয়েছেন তিনটি করে উইকেট। ট্রেন্ট বোল্ট জোড়া উইকেট পেয়েছেন।