World Cup: বিশ্বকাপের পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতল নিউজিল্যান্ড

গত বিশ্বকাপের (World Cup ) জ্বালা জুড়ানোর মতো নয়। আইসিসির নিয়মের কারণে হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। এবার খেতাব জয় করার জন্য যেন ধনুক ভাঙা পণ করেছে…

New Zealand World Cup

গত বিশ্বকাপের (World Cup ) জ্বালা জুড়ানোর মতো নয়। আইসিসির নিয়মের কারণে হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। এবার খেতাব জয় করার জন্য যেন ধনুক ভাঙা পণ করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ ২০২৩- এর প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে জয় পেল নিউজিল্যান্ড। ৯৯ রানে জিতেছে ব্ল্যাক ক্যাপসরা।

সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩২২ রান করে তারা। টপ অর্ডারের প্রত্যেক ব্যাটসম্যান রান পেয়েছেন। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে সবথেকে কম রান করেছেন ওপেনার ডেভন কনওয়ে, ৩২ রান। এছাড়া ইয়ং, রচিন রবীন্দ্র, মিচেল ও অধিনায়ক টম লাথাম করেছেন যথাক্রমে ৭০, ৫১, ৪৮ ও ৫৩ রান। লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলেছিলেন মিচেল স্যান্টনার। ১৭ বলে অপরাজিত ৩৬ রানে দ্রুত গতির ইনিংস খেলেন তিনি। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে এদিনের ম্যাচে তিনজন দুই উইকেট করে নিয়েছেন – ভ্যান ডার মারওয়ে, ভ্যান মেকেরেন ও আরিয়ান দত্ত।

নিউজিল্যান্ডের পাহাড় প্রমাণ রানের সামনে কোনো জবাব ছিল না নেদারল্যান্ডসের। তবু অ্যাকেরন্যান (৬৯ রান) ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৩০ রান) কিছুটা চেষ্টা করেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে একাই কাফি ছিলেন মিচেল স্যান্টনার। ৫ উইকেট নিয়েছেন। ম্যাট হেনরি নিয়েছেন তিন উইকেট। একটি উইকেট রবীন্দ্রর নামে। ৪৬.৩ ওভারে ২২২ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।

এর আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের টার্গেটে ৩৬.২ ওভারে পৌঁছে গিয়েছিল কিউইরা। সেই ম্যাচের হিরো ছিলেন রচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে।