ISL নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এলো

ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League-ISL) ২০২২-২৩ সেশনের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL টুর্নামেন্ট। মরসুমের প্রথম ম্যাচ হতে চলেছে…

ইন্ডিয়ান সুপার লীগ (Indian Super League-ISL) ২০২২-২৩ সেশনের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী ৭ অক্টোবর শুরু হচ্ছে ISL টুর্নামেন্ট। মরসুমের প্রথম ম্যাচ হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি’র মধ্যে। এই ম্যাচ হবে কোচিতে,সন্ধ্যে ৭.৩০ মিনিটে। এরই মধ্যে ISL টুর্নামেন্ট নিয়ে বড় এক আপডেট সামনে এসেছে।

সূত্রে খবর, ডিএফএল ডয়েচে ফুটবল লিগ আয়োজক সংগঠন যারা বুন্দেসলিগা এবং বুন্দেসলিগা ২’র আয়োজন করে থাকে, ওই সংগঠন এবার ভারতীয় ফুটবলের দিকে ঝুঁকেছে। খবর পাওয়া গিয়েছে, ভারতীয় ফুটবলের বাণিজ্যিক অংশীদার এবং ইন্ডিয়ান সুপার লিগের সংগঠক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (FSDL) সাথে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ডিএফএল ডয়েচে ফুটবল লিগ আয়োজক সংগঠন। এই ঘটনা ভারতীয় ফুটবলের ইতিহাসে একটা মাইলস্টোন গেঁথে দেবে এটা বলাই চলে। উল্লেখ্য যে, FSDL এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF) যৌথভাবে ইন্ডিয়ান সুপার লীগ ভারতে আয়োজন করে থাকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এখানে উল্লেখ্য যে, ATK মোহনবাগান চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামবে ১০ অক্টোবর, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ ইস্টবেঙ্গল যেখানে নিজেদের অভিযান শুরু করবে অ্যাওয় ম্যাচ দিয়ে, উল্টো পিঠে মোহনবাগান হোম ম্যাচের হাত ধরে ISL টাইটেলশিপ শুরু করবে।

ISL টুর্নামেন্টের ক্রীড়াসূচি দিকে চোখ রাখলে দেখা যাবে ATK মোহনবাগান ১৬ অক্টোবর কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে অ্যাওয় গেম খেলে মহাডার্বি ম্যাচ খেলতে নামবে ২৯ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর ইমামি ইস্টবেঙ্গল ১২ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে কলকাতায় ম্যাচ খেলে বড়ো ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে। প্রকাশিত ক্রীড়াসূচি থেকে পরিষ্কার লাল হলুদ ব্রিগেড হোম ম্যাচ সল্টলেক স্টেডিয়ামে খেলে ‘হাই প্রেসার গেমে’ প্রতিদ্বন্দ্বীতায় নামবে।

ISL টুর্নামেন্টে ইমামি ইস্টবেঙ্গলের খেলা ও ম্যাচ ভেন্যু:২০ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে,৪ নভেম্বর চেন্নাইয়িন এফসি যুবভারতী ক্রীড়াঙ্গন কলকাতা,১১ নভেম্বর বেঙ্গালুরু এফসি ক্রান্তিরাভা স্টেডিয়াম বেঙ্গালোর,১৮ নভেম্বর ওডিশা এফসি কলকাতা,২৭ নভেম্বর জামশেদপুর এফসি জে আর ডি টাটা স্পোর্টস কমপ্লেক্স (জামশেদপুর), ৯ ডিসেম্বর হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ),১৬ ডিসেম্বর মুম্বই সিটি এফসি (কলকাতা),৩০ ডিসেম্বর বেঙ্গালুরু এফসি (কলকাতা),৭ জানুয়ারি ওডিশা এফসি(ভুবনেশ্বর), ১৩ জানুয়ারি জামশেদপুর এফসি (জামশেদপুর),২০ জানুয়ারি হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ),২৩ জানুয়ারি এফসি গোয়া(গোয়া), ৩ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি(কলকাতা),৮ ফেব্রুয়ারি নর্থইস্ট ইউনাইটেড (কলকাতা),১২ ফেব্রুয়ারি চেন্নায়িন এফসি(চেন্নাই), ১৯ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি(মুম্বই), ২৫ ফেব্রুয়ারি ATK মোহনবাগান (কলকাতা)।

ISL টুর্নামেন্টে ATK মোহনবাগানের খেলা ও ম্যাচ ভেন্যু :১০ অক্টোবর চেন্নায়িন এফসি (কলকাতা),১৬ অক্টোবর কেরালা ব্লাস্টার্স এফসি (কোচি),২৯ অক্টোবর ইমামি ইস্টবেঙ্গল (কলকাতা),৬ নভেম্বর মুম্বই সিটি এফসি(মুম্বই), ১০ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসি,(কলকাতা),২০ নভেম্বর এফসি গোয়া(গোয়া),২৬ নভেম্বর হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ), ৩ ডিসেম্বর বেঙ্গালুরু এফসি(বেঙ্গালুরু), ৮ ডিসেম্বর জামশেদপুর এফসি (জামশেদপুর),১৫ ডিসেম্বর ওডিশা এফসি(ভুবনেশ্বর), ২৪ ডিসেম্বর নর্থইস্ট ইউনাইটেড (গোয়াহাটি), ২৮ ডিসেম্বর এফসি গোয়া(গোয়া),১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসি(মুম্বই), ২১ জানুয়ারি চেন্নায়িন এফসি(চেন্নাই), ২৮ জানুয়ারি ওডিশা এফসি(ভুবনেশ্বর), ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি(বেঙ্গালুরু), ৯ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি (জামশেদপুর), ১৪ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসি (হায়দরাবাদ), ১৮ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসি(কোচি),২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল (কলকাতা)।