লাল হলুদ ফুটবলারদের প্র‍্যাকট্রিস সেশন ঘিরে কৌতুহল তুঙ্গে

কলকাতা লীগের সুপার সিক্স পর্ব আর ইন্ডিয়ান সুপার লীগ(ISL) এই দুই টুর্নামেন্ট এখন আসন্ন। বিশেষত,ISL টাইটেলশিপ নিয়ে ভারতীয় ক্লাব দলগুলোর প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না।…

Emami East Bengal practice without two coaches

কলকাতা লীগের সুপার সিক্স পর্ব আর ইন্ডিয়ান সুপার লীগ(ISL) এই দুই টুর্নামেন্ট এখন আসন্ন। বিশেষত,ISL টাইটেলশিপ নিয়ে ভারতীয় ক্লাব দলগুলোর প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না। এর ব্যতিক্রম নয় ইমামি ইস্টবেঙ্গল এফসি। সোমবার, লাল হলুদ ফুটবলারেরা নিউটাউনের এক পাঁচতারা হোটেলে পুল সেশনে জলকেলি করতে দেখা গিয়েছে।

জলকেলি করলেও, এটা ছিল ইমামি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের স্ট্রেহ্ন এন্ড ফিজিক্যাল বিল্ড আপ সেশন। শরীরের প্রতিটি অঙ্গের রিফ্লেকশন এবং টানা টাইটেলশিপের ধকল সামলে ওঠার জন্য খেলোয়াড়দের শরীরের পেশিশক্তির পূর্ণ সক্ষমতা ধরে রাখার তাগিদেই এই ধরনের প্র‍্যাকট্রিস সেশন করে থাকে যেকোনো স্তরের ক্রীড়া সংগঠকেরা।

প্রসঙ্গত, ফুটবল মরসুমে বল যত গড়াতে থাকে খেলোয়াড়দের পেশিকোষের ওপর চাপ ততটাই বেশি করে পড়ে। এর থেকে পেশি যন্ত্রণা অর্থাৎ বিভিন্ন ধরনের ‘মাসল পেন’ ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।এই ধরনের চোট থেকে মুক্ত হয়ে নিজেদের সেরাটা দলের জন্যে দেওয়াটাই বড় চ্যালেঞ্জ যেকোনো স্তরের খেলোয়াড়দের কাছে। আর তাই লাল হলুদ হেডস্যার স্টিফেন কনস্টাটাইনের মগজ থেকে এমন বৈঞ্জানিক ক্রীড়াচর্চ্চা বেরিয়ে এসেছে। এটা ক্রীড়া বিঞ্জানের দিক থেকে মোটেও নতুন কিছুই নয়। পেশাদার খেলোয়াড়েরাও নিজেদের শারীরিক সক্ষমতা বজায় রাখার ইস্যুতে সজাগ এবং সতর্ক।এই কারণে লাল হলুদ ফুটবলারেরাও পুল সেশনে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্যে ফাঁকি দিতে নারাজ।