Hugo Boumous: ওডিশা এফসিতে নতুন মরসুম, কী বলছেন বুমোস?

Hugo Boumous, Odisha FC

মোহনবাগান এখন অতীত। নতুন সিজনে সার্জিও লোবেরার ওডিশা এফসিতে ( Odisha FC) যোগদান করেছেন হুগো বুমোস (Hugo Boumous)। যা নিঃসন্দেহে বড়সড় চমক। গত কয়েক মাস ধরেই জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবে তাঁর যোগদানের কথা শোনা যাচ্ছিল ব্যাপকভাবে। অবশেষে আজ ঘন্টাখানেক আগে নিজেদের সোশ্যাল সাইট থেকে ঘোষণা করা হয় এই মরোক্কান তারকার নাম। তিনটি মরসুমের জন্য তাকে দলে নিয়েছে ওডিশা এফসি। আসন্ন আইএসএলে এই দাপুটে ফুটবলারকে সামনে রেখেই প্রথম একাদশ সাজাতে চাইছেন স্প্যানিশ কোচ।

দলের সঙ্গে যুক্ত হয়ে বুমোস বলেন, ‘আমি আগামী তিনটি মরসুমের জন্য দলের সাথে যুক্ত হতে পেরে যথেষ্ট খুশি। এই দলের জন্য আমি নিজের সেরাটা তুলে ধরতে চাই। সার্জিও লোবেরার সাথে পুনরায় মিলিত হতে পেরে আমি আনন্দিত। পাশাপাশি আমার পুরোনো সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি। তাদের সাথেই আমি নতুন সিজনের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। সেইসঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই ওডিশার কর্তাদের। যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন।’

   

গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল সাইট থেকে মোহনবাগান নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন এই মরোক্কান তারকা। তিনি লিখেছিলেন, এবার বিদায় নেওয়ার সময় এসেছে। মোহনবাগান সমর্থকরা সর্বদা আমার হৃদয়ে থাকবে। তারপরেই শুক্রবার সন্ধ্যায় ওডিশার তরফ থেকে আসল ঘোষণা। উল্লেখ্য, গত কয়েক মরশুমে সবুজ-মেরুন জার্সিতে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল হুগো বুমোসের। তাঁর দৌলতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল বাগান ব্রিগেড।

কিন্তু শেষ মরশুম থেকেই দলের প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়েছিলেন এই তারকা। হুয়ান জামানার অবসানের পর আইএসএলের দ্বিতীয় লেগে বুমোসকে আইএসএল থেকে আন রেজিস্টার করিয়ে নেয় ম্যানেজমেন্ট । স্বাভাবিকভাবেই তিনি যে নয়া মরসুমে আর দলে থাকবেন না সেই ইঙ্গিত মিলেছিল আগেই। সেটাই হয়েছে এবার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন