East Bengal: মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গলের নামে নতুন রাস্তা, কোথায় জেনে নিন

দেশীয় ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কলকাতার তিন প্রধান ক্লাব। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan AC) ও মহামেডান।

East-Bengal-FC East bengla club house

দেশীয় ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কলকাতার তিন প্রধান ক্লাব। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan AC) ও মহামেডান। অতীতে কতো গৌরেবের সাক্ষী থেকেছে কলকাতার এই তিনটি ক্লাব। ভারতীয় ফুটবলের জগতে প্রত্যেকবার নতুন তারকার জন্ম দিয়েছে এই তিন প্রধান।

কিন্তু এই সময়ে পারফরম্যান্সের বিচারে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান। এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। যা নিয়ে খুশির আবহ সমর্থকদের মধ্যে। তবে শুধু ট্রফি জয়ের সেলিব্রেশন ই নয়, এটিকে মোহনবাগানের নামে বিশেষ রাস্তার ও নামকরন হয়েছে শিলিগুড়িতে। তবে এই তালিকায় সবুজ-মেরুনের পাশাপাশি স্থান করে নিয়েছে ইস্টবেঙ্গল।

কিছুদিন আগেই মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভিনিউ” বলে চিহ্নিত করা হয়েছিল শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে। সেজন্য গত ২রা এপ্রিল শিলিগুড়িতে সবুজ-মেরুন সচিব দেবাশীষ দত্ত সহ ক্লাবের কর্মসমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে চালু হয়েছিল সেই রাস্তা। এবার পালা লাল-হলুদের।

জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল ইস্টবেঙ্গল ক্লাবের নামে উদ্বোধন হবে নতুন রাস্তা। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ১ নং গেট থেকে বিকাশ ঘোষ সুইমিংপুল পর্যন্ত রাস্তা কে নির্বাচিত করা হয়েছে। সেইমতো আগামী ৩০ তারিখ উত্তরবঙ্গে উপস্থিত থাকতে পারেন ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকার থেকে শুরু করে লাল-হলুদের কর্মসমিতির অন্যান্য সদস্যরা।