Mohun Bagan SG: জোসেফ রোমার বদলে কে সামলাবে সবুজ-মেরুন দলের দায়িত্ব?

bastab ray

চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে কলকাতা লিগ। সেইমতো নিজেদের দল গঠনের একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সাড়ছে প্রতিটি ক্লাব। এবছর থেকে কোনো বিদেশি ফুটবলার কে খেলার অনুমতি না দেওয়ার ফলে, সকলেরই নজর সেরা ভারতীয় ব্রিগেড গঠনের দিকে। যারফলে, স্কাউটিং করেও একাধিক ফুটবলারদের আনা হয়েছে ময়দানের বিভিন্ন ক্লাবে। তবে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ভবানীপুর ক্লাব। বর্তমানে দল গঠনের পালা সম্পন্ন করে রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনুশীলন শুরু করে দিয়েছে গতবারের এই রানার্স আপ দল।

Advertisements

অন্যদিকে প্রিমিয়ার ডিভিশন লিগে নিজেদের সিনিয়র দল যে খেলবে না তা আগেই জানিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগ ও নেক্সটজেন কাপ খেলে আসা জুনিয়র দলকে দিয়েই খেলানো হবে এই ফুটবল লিগ। যারফলে, সুহেল, ফারদিন থেকে শুরু করে এঙ্গসন, টাইসনদের উপর ভরসা করেই মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। একই পরিকল্পনা ইস্টবেঙ্গল শিবিরের। সেইমতো লিগের প্রথম ম্যাচ খেলার আগে অন্তত দুইটি সপ্তাহ খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করবেন লাল-হলুদের জুনিয়র কোচ বিনো জর্জ।

Advertisements

তবে যতদূর জানা গিয়েছে, মোহনবাগান দলের জুনিয়র কোচ জোসেফ রোমার উপর আর খুব একটা ভরসা করতে পারছে না বাগান ম্যানেজমেন্ট। তার দৌলতে দল রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ ও নেক্সটজেন কাপ খেললেও এবার তাকে ছাটাই করার কথা ভাবছে সবুজ-মেরুন। শোনা যাচ্ছে, তার বদলে দলের দায়িত্ব দেওয়া হতে পারে বাস্তব রায়কে। উল্লেখ্য, শেষ আইএসএল মরশুমে হুয়ান ফেরেন্দোর সহকারী ছিলেন এই বাস্তব। জিতেছেন আইএসএল। এবার তার হাতেই উঠতে পারে জুনিয়র দলের দায়িত্ব।