Blue Monday Phenomenon: বড় ধরণের হার্ট অ্যাটাকগুলি সোমবারেই হয়

একটি নতুন সমীক্ষায় জানা গিয়েছে যে সব থেকে গুরুতর হার্ট অ্যাটাক সোমবার হওয়ার প্রবণতা বেশি। বেলফাস্ট হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ট্রাস্ট-এর চিকিৎসকরা এবং আয়ারল্যান্ডের রয়াল…

একটি নতুন সমীক্ষায় জানা গিয়েছে যে সব থেকে গুরুতর হার্ট অ্যাটাক সোমবার হওয়ার প্রবণতা বেশি। বেলফাস্ট হেলথ এন্ড সোশ্যাল কেয়ার ট্রাস্ট-এর চিকিৎসকরা এবং আয়ারল্যান্ডের রয়াল কলেজ অফ সার্জেনস ১০,৫২৮ জন রুগীর তথ্য নিয়ে গবেষণা করেছেন। গবেষণা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তারা। দেখা গিয়েছে যে সব থেকে ভয়ঙ্কর হৃদরোগে রোগীরে আক্রান্ত হয়েছেন সপ্তাহের শুরুতে।

৪ জুন ব্রিটিশ কার্ডিওভাসকুলার সোসাইটি তে এক দল চিকিৎসকরা তাদের গবেষণা উপস্থাপন করেন। তাঁরা এসটি-সেগমেন্ট এলিভেশন মাইওকারডিয়াল ইনফারকশন বা (STEMI) নিয়ে গবেষণা করছেন। STEMI তখনই হয় যখন একটি গুরুত্বপূর্ণ করোনারো আর্টারি পুরোপুরি ব্লক হয়ে যায়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০১৩ থেকে ২০১৮ র মধ্যে আইরল্যান্ডের হাসপাতালে যাঁরা ভর্তি হন STEMI হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে, দেখা গিয়েছে যে সব থেকে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে সোমবার। এছাড়া রবিবার যতটা STEMI হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা হওয়া উচিত, তার তুলনায় অনেক বেশি আক্রান্তের সংখ্যা লক্ষ্য করা যায়।

তবে এখনও অবধি বিজ্ঞানীরা সোমবার গুরুতর হার্ট অ্যাটাকের কারণ খুঁজে বার করতে সক্ষম হয়নি। তবে এর আগের অনেক গবেষণাতেও ঠিক একই কথা বলা হয়েছে যে সব থেকে বেশি হার্ট অ্যাটাক হয় সোমবার। এটাকে বৈজ্ঞানীক ভাষায় বলা হয় ‘ব্লু মনডে ফেনোমেনান।‘

ইংল্যান্ডে ৩০,০০০ এর উপর মানুষ ভর্তি হন STEMI হার্ট অ্যাটাক নিয়ে। তাদের সঙ্গে সঙ্গে এমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয় যাতে হার্টের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে ফেলা যায়। এমার্জেন্সি অ্যানজিওপ্লাস্টির মাধ্যমেই এই চিকিৎসা করা হয়।

চিকিৎসকরা মনে করছেন এই গবেষণা খুবই গুরুত্বপূর্ণ যা চিকিৎসকদের গুরুতর হার্ট অ্যাটাক সম্পর্কে বুঝতে সাহায্য করবে।