Virat-Anushka: নেটিজেনদের মুখে ‘অনুষ্কা’ বিতর্ক

বিরাট কোহলির (Virat) শততম টেস্ট ম্যাচে বিরাটের পাশে তাঁর স্ত্রী অনুষ্কার উপস্থিতি নিয়ে ক্ষোভের আগুন নেটিজনদের মধ্যে। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে যে দুটি ম্যাচ খেলা…

Anushka alongside Virat

বিরাট কোহলির (Virat) শততম টেস্ট ম্যাচে বিরাটের পাশে তাঁর স্ত্রী অনুষ্কার উপস্থিতি নিয়ে ক্ষোভের আগুন নেটিজনদের মধ্যে। ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে যে দুটি ম্যাচ খেলা হবে এদিন ছিল তাঁর প্রথম ম্যাচ। এই ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে সম্বর্ধনা দিয়েছে৷ বিসিসিআই৷ রাহুল দ্রাবিড় হাতে তুলে দিয়েছেন বিশেষ শততম টেস্টের জন্য ক্যাপ৷ রাহুল দ্রাবিড় এই সম্মান তুলে দিয়ে বিরাটকে প্রশংসা করার পাশাপাশি বিরাটের এই পথকেও প্রশংসা করেছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এপর্যন্ত সব ঠিকই ছিল. কিন্তু হটাৎ করেই দেখা যায় মাঠে খেলোয়াড়দের সঙ্গে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা। এমনকি সম্বর্ধনা অনুষ্ঠানে বিরাটের পাশেই দাঁড়িয়েছিলেন অনুষ্কা। এতেই ক্ষোভ তৈরী হয়। এধরণের অনুষ্ঠানে মাঠে খেলোয়াড়দের সঙ্গে তার স্ত্রী কি থাকতে পারেন? এর আগে তো পতিপ্রেম দেখতে কোনো ক্রিকেটার এর স্ত্রীকে মাঠে নামতে দেখা যায়নি। ডোনা গাঙ্গুলী বা অঞ্জলি তেন্ডুলকার কে কেউ কোনোদিন সবুজ ঘাসে পায়চারি করতে দেখেছেন বলে মনে হয় না. নাকি গাভাসকার এর স্ত্রী মার্সেনিল বা কপিল পত্নী রুমি তাদের স্বামীদের কম ভালোবাসতেন? ভারতীয় বোর্ডই বা অনুষ্কার জন্য নিয়ম পাল্টে দিলো কেন? এর পর অনুষ্কা যদি আবদার করেন যে স্বামী যখন ব্যাট করবেন উনি তখন ফরওয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে খেলা দেখবেন, সেটাও কি মেনে নেওয়া হবে?

২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে খেলা দিয়ে প্রথমবার ভারতীয় দলের টেস্ট ক্যাপ পেয়েছিলেন বিরাট কোহলি ৷ তিনি ৫০ গড়ে ৭৯৬২ রান করেছেন তাঁর ৯৯ টি টেস্ট থেকে ৷ ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট মোহালিতে খেলে নিজের শততম টেস্ট খেলছেন কোহলি। শনিবার কোহলির জীবনে বড় দিন। ১০০ তম টেস্ট খেলতে নামবেন কোহলি। এরই মধ্যে মাঠের বাইশ গজে অনুষ্কার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাদের মতে, ভারতীয় দলের জার্সি পরতে যে ক্ষমতার দরকার হয় তা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। সেখানে খালি বিরাট কোহলির বউ হয়ে মাঠে ঢুকে ভারতীয় দলের প্লেয়ারদের অনুষ্ঠানে অনুষ্কা শর্মা দাঁড়াতে পারেন তা নিয়ে বড় প্রশ্ন।