India vs Cambodia: ভারতের ম্যাচে লজ্জার ঘটনা, ঘোষণার পরেও বাজল না অতিথি দলের জাতীয় সংগীত

National anthem delay at India vs Cambodia match

ভারত বনাম কম্বোডিয়া (India vs Cambodia) ম্যাচ শুরু হওয়ার আগে ঘটে গিয়েছে এক লজ্জার ঘটনা। স্টেডিয়ামে অতিথি দলের জাতীয় সংগীত শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও বাজেনি কম্বোডিয়ার জাতীয় সংগীত। মাঠে উপস্থিত ফুটবলাররাও বিস্মিত হয়েছেন এই ঘটনায়।

ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের জাতীয় সংগীত গাওয়া একটা রীতি। বুধবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই রীতি বিঘ্নিত। মাঠে ঘোষণা করা হয়েছিল, ‘এবার শুরু হবে কম্বোডিয়ার জাতীয় সংগীত ‘। ঘোষণা হওয়ার পরেই শুরু হওয়ার কথা। এদিন সেটা হয়নি। ঘটনায় কম্বোডিয়ার ফুটবলারদের বিস্মিত মুখ ফুটে উঠেছিল ক্যামেরায়। ফুটবল প্রেমীরা আয়োজকদের ধিক্কার জানিয়েছেন।

   

পরে জানা গিয়েছে দেরি হওয়ার কারণ। কম্বোডিয়ার জাতীয় পতাকা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। জাতীয় সংগীতের সঙ্গে মাঠের জায়ান্ট স্ক্রিনে দেশের পতাকা ভেসে ওঠে। জানা গিয়েছে কম্বোডিয়ার যে পতাকার ছবি বা ভিডিও দায়িত্ব প্রাপ্ত কর্মীদের কাছে ছিল সেটা কিছুটা আলাদা। মিলছিল না রঙ। ভুল শুধরে নিয়ে জাতীয় সংগীত শুরু করতে তাই দেরি হয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন