India vs Australia: ইন্দোরে ধ্বংসযজ্ঞ চালিয়ে কুম্বলের ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল লিয়ন

ভারতের (India vs Australia) বিপক্ষে তৃতীয় টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন (Nathan Lyon )। ইন্দোরে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

Nathan Lyon

ভারতের (India vs Australia) বিপক্ষে তৃতীয় টেস্টে ১১ উইকেট নিয়েছিলেন নাথান লায়ন (Nathan Lyon )। ইন্দোরে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে আট উইকেট নেন তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ধ্বংসযজ্ঞ চালায় লিয়ন। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচে লিয়ন সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। এই বিষয়ে অনিল কুম্বলেকে পেছনে ফেলেছেন তিনি। ১৯৯৬ থেকে ২০০৮ সালের মধ্যে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০টি টেস্ট ম্যাচে কুম্বলে ১১১ উইকেট নিয়েছিলেন। ২৫ টেস্টে ১১৩ উইকেট নিয়েছেন লিওন। তাকে পেছনে ফেলে যেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ২১ টেস্টে ১০৬ উইকেট নিয়েছেন।

চলতি সিরিজে সবচেয়ে বেশি উইকেট জাদেজার নামে
চলতি সিরিজে নাথান লায়ন ১৯ উইকেট নিয়েছেন। তার চেয়ে এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা। জাদেজা নিয়েছেন ২১ উইকেট। অশ্বিনের খাতায় ১৭ উইকেট। তৃতীয় টেস্টে বল করার সুযোগ পাবেন জাদেজা ও অশ্বিন। উইকেটের ব্যবধান বাড়ানোর সুযোগ থাকবে জাদেজার কাছে। একইসঙ্গে লিয়নকে পেছনে ফেলতেও নজর থাকবে অশ্বিনের।

ইন্দোরে টেস্টে এতদিন কী হল?
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৭ রান করে। ৮৮ রানের লিড পেয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৯ রান করেন চেতেশ্বর পূজারা। আট উইকেট নেন লিয়ন। একটি করে সাফল্য পেয়েছেন মিচেল স্টার্ক ও ম্যাথিউ কুহনেম্যান। রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজকে আউট করেন লিওন।