ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন (Nathan Lyon)। বিশ্বের অষ্টম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পার্থ টেস্টে ফাহিম আশরাফকে এলবিডাব্লু করার সময় এই বিশেষ কীর্তি গড়েন ৩৬ বছর বয়সী স্পিনার।
পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে তার দ্বিতীয় শিকার হয়েছেন আমির জামাল। নাথান লায়ন তৃতীয় বোলার হিসেবে টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ৫০০-র বেশি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। প্রাক্তন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের নাম অবশ্য এখন তার আগে রয়েছে। ১৪৫ টেস্টের ২৭৩ ইনিংসে ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। দ্বিতীয় স্থানে রয়েছে প্রাক্তন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার নাম। অস্ট্রেলিয়ার হয়ে ১২৪ টি ম্যাচ খেলে ২৪৩ টি ইনিংসে ৫৬৩ টি সাফল্য অর্জন করেছেন ম্যাকগ্রা।
The moment Nathan Lyon picked up his 500th in Test cricket.
– One of the greatest spinners!pic.twitter.com/BHwmq15P7X
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 17, 2023
প্রাক্তন এই দুই ক্রিকেটারের পর এবার তৃতীয় স্থানে উঠে এসেছে নাথান লায়নের নাম। লিওন ২০১১ সাল থেকে টিম অস্ট্রেলিয়ার দলের হয়ে মোট ১২৩* ম্যাচ খেলেছেন। এদিকে ২৩০ ইনিংসে ৩০.৮৬ গড়ে ৫০১টি সাফল্য পেয়েছেন তিনি। লিওন টেস্ট ক্রিকেটে ২২ বার চার উইকেট এবং ২৩ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া শীর্ষ ১০ বোলার:
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০ উইকেট
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮ উইকেট
জেমস অ্যান্ডারসন – ইংল্যান্ড – ৬৯০
অনিল কুম্বলে – ভারত – ৬১৯
স্টুয়ার্ট ব্রড – ইংল্যান্ড – ৬০৪
গ্লেন ম্যাকগ্রা – অস্ট্রেলিয়া – ৫৬৩
কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯
নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৫০১
রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪৮৯
ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯