East Bengal FC: চেন্নাইন ছেড়ে সম্ভবত ইস্টবেঙ্গলে আসছেন আল খায়াতি

বর্তমানে দলবদলের বাজারে একেরপর এক চমক দিয়ে চলেছে আইএসএলের ক্লাব গুলি। বাদ যায়নি কলকাতার দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপারজায়ান্টস। দিনকয়েক…

Nasser El Khayati

বর্তমানে দলবদলের বাজারে একেরপর এক চমক দিয়ে চলেছে আইএসএলের ক্লাব গুলি। বাদ যায়নি কলকাতার দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC) ও মোহনবাগান সুপারজায়ান্টস। দিনকয়েক আগেই ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর কে নিশ্চিত করেছিল লাল-হলুদ ব্রিগেড।

তারপর আজ হায়দরাবাদ এফসি থেকে আকাশ মিশ্রাকে দলে টেনে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেখানেই শেষ নয়। আসন্ন আইএসএল মরশুমের পাশাপাশি প্রি সিজেনের কথা মাথায় রেখে যখন দ্রুত দল গোছাতে মরিয়া টুর্নামেন্টের সমস্ত ক্লাব, ঠিক তখনই উঠে এলো নয়া তথ্য। শোনা যাচ্ছে, এবার চেন্নাইন এফসি ছাড়ছেন ডাচ তারকা আল খায়াতি।

   

 Read More: Indian Football: উদীয়মান প্রতিভাদের প্রসঙ্গে বিস্ফোরক ভারত-অধিনায়ক সুনীল ছেত্রী

যা শোনার পর থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে দলবদলের বাজারে। গত কয়েকমাস আগেই শোনা গিয়েছিল, যে চেন্নাইন ছেড়ে হয়ত আগামী মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গল ক্লাবে আসবেন অ্যাটাকিং মিডফিল্ডার আল খায়াতি। তবে পরবর্তী সময় সেই নিয়ে নতুন কিছু আর শোনা যায়নি। তবে এই তারকার চেন্নাইন ছাড়ার কথা নেট মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই নতুন করে তৈরি হয়েছে জল্পনা। এক্ষেত্রে এই ডাচ ফুটবলার কে পেতে যে অল আউট ঝাঁপাবে ইস্টবেঙ্গল তা কিন্তু বলাই চলে।

Read More: Mohun Bagan SG: মোহনবাগানে নিশ্চিত জেসন কামিন্স, কবে আসছেন এই তারকা?

গত বছর প্রায় ৩ কোটি ২০ লক্ষ্য টাকার বিনিময়ে এক বছরের চুক্তিতে এই আইএসএল জয়ী দলে নাম লিখিয়েছিলেন আল খায়াতি। তারপর চেন্নাইন দলের তরফ থেকে আর বাড়ানো হয়নি সেই চুক্তি। তবে এবার নাকি কার্লোস কুয়াদ্রাতের কথা মেনে আল খায়াতি কে দলে টানতে চায় ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। গত ফুটবল মরশুমের পারফরম্যান্স অনুযায়ী মোট ১২ টি ম্যাচ খেলে ৯ টি গোল করেছেন এই ডাচ তারকা। সেইসঙ্গে রয়েছে ৫টি অ্যাসিস্ট।

এই অনবদ্য পারফরম্যান্সের জেরেই সকলের নজরে তিনি। যতদূর শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য তার সাথে নাকি কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে, আগামী মরশুমে শহরে আসতে পারেন আল খায়াতি।