Indian Football: উদীয়মান প্রতিভাদের প্রসঙ্গে বিস্ফোরক ভারত-অধিনায়ক সুনীল ছেত্রী

গত দুইটি দশক ধরে ভারতীয় দলের (Indian Football) জার্সিতে খেলে আসছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সময়ের সাথে সাথে তৈরি করেছেন একাধিক রেকর্ড। যা তাক লাগিয়েছে…

Sunil Chhetri with his wife

গত দুইটি দশক ধরে ভারতীয় দলের (Indian Football) জার্সিতে খেলে আসছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সময়ের সাথে সাথে তৈরি করেছেন একাধিক রেকর্ড। যা তাক লাগিয়েছে বিশ্ব ফুটবলকে। তবে এবার অবসরের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। তাই এক্ষেত্রে ভারতীয় ফুটবল দলে তার বিকল্প খেলোয়াড় খুঁজে নেওয়ার সময় এসেছে বলেই মনে করেন এই তারকা। এক্ষেত্রে উদীয়মান খেলোয়াড়দের আরও বেশি করে সুযোগ তৈরি করে দেওয়ার কথা শোনা যায় ভারতীয় অধিনায়কের তরফে থেকে।

গতকাল একটি সাংবাদিক বৈঠক থেকে সুনীল ছেত্রী বলেন, দেশীয় ফুটবলের উন্নতি সাধনের ক্ষেত্রে সকল প্রবীন তারকাদের পাশাপাশি নবীন ফুটবলারদের দিকে ও বিশেষ নজর দিতে হবে। তার কথায়, ভারতবর্ষের মতো দেশে সঠিক পদক্ষেপ নেওয়া হলে অনেক বেশি ফুটবলার খুঁজে পাওয়া সম্ভব হবে। সেক্ষেত্রে এই ফুটবলের জগতে উঠে আসা নতুন তারকাদের আরও অনেক বেশি পরিমাণে সুযোগ করে দিতে হবে।

   

এছাড়াও পরবর্তী অধিনায়ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে ভারতীয় দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছেন। যারা আগামী দিনে ভারতীয় দলের দায়িত্ব সঠিকভাবে সামলাতে পারবে। এক্ষেত্রে দেশের অন্যতম গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, রাহুল ভেকে ও সন্দেশ ঝিঙ্গানের নাম বিশেষ ভাবে উল্লেখ করেন ছেত্রী।

পরবর্তীতে এশিয়ান কাপের প্রসঙ্গে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে এই তারকা বলেন, সামনেই ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপরেই রয়েছে সাফ কাপের মতো টুর্নামেন্ট। বর্তমানে সেই নিয়েই ভাবছেন তিনি। এক্ষেত্রে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে ও নাকি বিশেষ পরিকল্পনা নিয়েছেন। তবে তার মতে, আগামী বছরের এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করতে গেলে এখন থেকেই জোর দিতে হবে দল গঠনের কাজে।