East Bengal: অনেক দূর যেতে পারে নসীব-তন্ময় জুটি

বড় ম্যাচ মানে শুধু স্কোরলাইন নয়, টুকরো টুকরো কিছু ছবিও বটে। এই চাপের ম্যাচ খেলে অনেকে উঠে এসেছেন, অনেকে হারিয়ে গিয়েছেন। শনিবারের বড় ম্যাচ জিতেছে…

naseeb rahman tanmay das combination in east bengal

বড় ম্যাচ মানে শুধু স্কোরলাইন নয়, টুকরো টুকরো কিছু ছবিও বটে। এই চাপের ম্যাচ খেলে অনেকে উঠে এসেছেন, অনেকে হারিয়ে গিয়েছেন। শনিবারের বড় ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল। যোগ্য দল হিসেবেই জিতেছে লাল হলুদ বিগ্রেড। ইস্টবেঙ্গলের (East Bengal) মাঝমাঠে দুই ফুটবলার নজর কেড়েছেন- তন্ময় দাস ও নসীব রহমান।

ইস্টবেঙ্গল ৭-৫ মোহনবাগান, এখানেও পিছিয়ে পালতোলা নৌকা

   

ইস্টবেঙ্গলের মাঝমাঠে ক্রমে নির্ভরযোগ্য হয়ে উঠছে তন্ময় দাস ও নসীব রহমান জুটি। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলেছেন এই দুই ফুটবলার। ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করা ফুটবল বিশেষজ্ঞরাও এই দুই খেলোয়াড়ের প্রশংসা করেছেন। দুজনেই উঠতি ফুটবলার। ধরে রাখতে পারলে নসীব, তন্ময় হতে পারেন আগামী দিনের তারকা।

নসীব রহমান নজর কেড়েছিলেন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ম্যাচে। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পিছিয়ে পড়েছিল। পরে সেই ম্যাচ যেতে ৩-১ গোলে। তিনটি গোলের মধ্যে দু’টি গোল সায়ন ব্যানার্জীর করা। গোল দু’টির পিছনে অবদান রয়েছে নসীব রহমানের। তাঁর বাড়ানো পাস থেকে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন সায়ন।

নসীব রহমান কেরালার ফুটবল। বিনো জর্জের পর্যবেক্ষণে নিজের খেলা আরও ক্ষুরধার করছেন তিনি। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মরসুমেও ছিলেন লাল হলুদ শিবিরে। খেলেছেন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি গেম টাইম পেতে পারেন এই তরুণ মিডফিল্ডার।

East Bengal: ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেললেন ৭ বাঙালি

তন্ময় দাস ২৩ বছর বয়সী বঙ্গসন্তান। মাঝমাঠে খেলেন, মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। সাই কলকাতার প্রাক্তন এই ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী রয়েছে লাল হলুদের। নসীব আক্রমণভাগে অবদান রাখতে পারেন আর তন্ময় অবদান রাখতে পারেন রক্ষণভাগে। এই দু’জনের কম্বিনেশন ইস্টবেঙ্গলের মাঝমাঠে আপাতত ভালই কাজ করছে।