লেবাননের এই দাপুটে মিডফিল্ডার চিন্তায় রাখবে লাল-হলুদকে

মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হোঁচট খেতে হয়েছে লাজং এফসির কাছে। যা নিঃসন্দেহে বিরাট বড়…

Najmeh FC Rabih Ataya

মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে হোঁচট খেতে হয়েছে লাজং এফসির কাছে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলে ও সেটা সম্ভব হয়নি। হারতে হয়েছে টানা ছয়টি ম্যাচ। এই পরিস্থিতিতে এএফসি চ্যালেঞ্জ লীগ খেলতে ভুটান উড়ে আসে লাল-হলুদ ব্রিগেড। পুরনো সমস্ত কিছু ভুলে এই টুর্নামেন্ট থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের।

Also Read | Mohun Bagan SG : দীপাবলির আগে আত্মবিশ্বাসী হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

   

সেইমতো প্রথম ম্যাচ থেকেই দাপট থেকেছে সাউল ক্রেসপো থেকে শুরু করে মাদিহ তালালদের। ভুটানের পারো এফসির বিপক্ষে জয় না আসলেও দ্বিতীয় ম্যাচেই ইস্টবেঙ্গল পরাজিত করে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। বিরাট বড় ব্যবধানে টিটোর দলকে হারানোর সুবাদে এখনও পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ লিগের পরবর্তী রাউন্ডে যাওয়ার আসা বাঁচিয়ে রেখেছে অস্কার ব্রুজনের ছেলেরা।

Also Read | অনুশীলনে অনুপস্থিত হেক্টর, নাজমেহ ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা

আগামী ১লা নভেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী নাজমেহ এফসির মুখোমুখি হবে মশাল ব্রিগেড। এই ম্যাচে জয় পেলে সহজেই পরের রাউন্ডে চলে যাবে ভারতের এই ফুটবল ক্লাব। সেইমতো বুধবার থেকেই দলের অনুশীলন শুরু করে দিয়েছেন লাল-হলুদের নব নিযুক্ত স্প্যানিশ কোচ। তবে লড়াইটা যে সহজ হবে সেটা ভালো মতোই জানেন সকলে। তাই সবদিক মাথায় রেখেই এই ম্যাচ খেলতে নামতে চাইবেন অস্কার।

Also Read | এল ক্লাসিকো অতীত! এই ৫ তরুণের কাঁধেই রয়েছে বার্সার ভবিষ্যৎ

তবে এক্ষেত্রে গোটা দলকে চিন্তায় রাখবে রাবিহ আতায়ার বর্তমান পারফরম্যান্স। উল্লেখ্য, এই টুর্নামেন্টের শুরু থেকেই দারুন ছন্দে ধরা দিয়েছেন এই মিডফিল্ডার। পাশাপাশি গত পারো ম্যাচে ও অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেনা তিনি। গোটা ম্যাচ জুড়ে একাধিক আক্রমনাত্বক পাস্ খেলার পাশাপাশি প্রতিপক্ষের পেনাল্টি বক্সে ঢুকেও গোল করার চেষ্টা করেছিলেন এই তারকা। যা সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগকে। এই পরিস্থিতিতে হেক্টরের চোট গুরুতর হলে চাপ বাড়বে ইস্টবেঙ্গলের।