বুধবার গাচাবাউলি স্টেডিয়ামে খেলেত নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ ছিল নিজাম শহরের ফুটবল দল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত ম্যাচে মহামেডানকে ৪-০ গোলে হারানোর পর এদিনের ম্যাচের প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল থাংবোই সিংটোর ছেলেরা। তবে ম্যাচ শেষে ফলাফল গেল সবুজ-মেরুন শিবিরের পক্ষে। হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারাল শুভাশীষরা। বাগান শিবিরের হয়ে গোল দুটি করেন মনবীর সিং এবং অধিনায়ক শুভাশীষ বোস।
অনুশীলনে অনুপস্থিত হেক্টর, নাজমেহ ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা
ম্যাচের শুরু থেকেই দু’দলই নিজেদের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ছিল। হায়দরাবাদ এফসির ফুটবলাররা প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে শুরু করে। কিন্তু মোহনবাগানের রক্ষণভাগের দৃঢ়তা তাদের প্রচেষ্টা ব্যর্থ করতে সক্ষম হয়। ম্যাচের চতুর্থ মিনিটে আশীষ রাই ফাউল করে বিপদ বাড়িয়ে দেন। যদিও হায়দরাবাদের ফ্রি কিকটি বিপজ্জনক কিছু করতে সক্ষম হয়নি।
Mohun Bagan SG : মনবীরের গোলে এগিয়ে বাগান, খেলায় ফিরতে মরিয়া চেষ্টা হায়দরাবাদের
ম্যাচের ১৫ মিনিটে হায়দরাবাদের আব্দুল রাবেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাগানের আলবার্তো। ১৯ মিনিটে মানবীর শট নিলেও বল সাইড নেটে গিয়ে লাগে। ২১ মিনিটে জেমি ম্যাকলারেনের বক্সে নেওয়া শট হায়দরাবাদের গোলরক্ষকের হাতে চলে যায়। ২৩ মিনিটে হায়দরাবাদের শক্তিশালী ডিফেন্সের সামনে মোহনবাগান গোল করার সুযোগ হাতছাড়া করে।
২৯ মিনিটে আব্দুল রাবেকে ফাউল করে শুভাশীষ বোস দলের হয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। এর পরবর্তী সময়ে মোহনবাগান বেশ কিছু আক্রমণ করলেও হায়দরাবাদের ডিফেন্সের কাছে বাধা প্রাপ্ত হয়। ম্যাচের ৩৭ মিনিটে, অনিরুদ্ধ থাপার পাস থেকে মনবীর সিং দুর্দান্ত শট নিয়ে গোলের মুখে বল প্রবাহিত করেন এবং স্কোরলাইন ১-০ করেন। এই গোলটি মোহনবাগানকে আত্মবিশ্বাসী করে তোলে এবং প্রথমার্ধের শেষে তারা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে সিংটোর হায়দরাবাদ এফসি বেশ কয়েকবার আক্রমণমুখী হলেও, তবে তাঁরা গোলের সামনে গিয়ে কার্যকরী শট নিতে ব্যৰ্থ হয়।
সেক্ষেত্রে দ্বিতীয়ার্ধের শুরুতাই এক গোলে এগিয়ে মাঠে নামে বাগান শিবির। তবে খেলোয়াড়দের মধ্যে আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করা যায়, কিন্তু খেলার গতি কিছুটা কম ছিল। ৫০ মিনিটে মোহনবাগানের একটি গোলের সুযোগ এলেও তা কাজে লাগানো হয়নি। কিন্তু ৫৪ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের ফ্রি কিক থেকে শুভাশীষ বোস হেডে দুর্দান্ত একটি গোল করেন, যা তাদের স্কোরকে ২-০ করে দেয়।
খালিস্তান ইস্যুতে ভারত-কানাডা ঠাণ্ডা যুদ্ধ, দীপাবলির অনুষ্ঠানে গরহাজির ‘আমন্ত্রিত’ পোলিভিয়র
হায়দরাবাদের ফুটবলারদের মধ্যে ৫৬ মিনিটে অ্যালান ডি সুজার একটি গোলের সুযোগ এলেও, তিনি তা কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর ৬০ মিনিটে অনিরুদ্ধ থাপা হলুদ কার্ড দেখেন। ম্যাচের শেষ দিকে, অতিরিক্ত সময়ে দিমিত্রি পেত্ৰাতোসের কাছে গোল করার সুযোগ এলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। হায়দরাবাদের লেনি রড্রিগেসের একটি শট গোল পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-০। ফলত আইআসলের চলতি মরশুমে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। একইসঙ্গে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন শিবির।
Biryani is always better with Aalu 🥘🥔
Watch #ISL 2024-25 live on @JioCinema & @Sports18 👉 https://t.co/B8PAAg4KV8#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/e7cy4kBJwr
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 30, 2024