২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) বাংলাদেশ ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব নেওয়া বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবালের (Nafees Iqbal) মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁর মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট বেঁধেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
IND vs ZIM: টিম ইন্ডিয়ার নতুন অধিনায়কের ভয়ে কাঁটা প্রতিপক্ষ!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাফিস ইকবাল সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামে একটি রোগে ভুগছেন। মস্তিষ্কের কিছু অংশে রক্ত জমাট বেঁধেছে।
আগামী কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা চালানো হবে। এখানে ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। এখন তিনি শঙ্কামুক্ত। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। নাফিস ইকবাল বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের আত্মীয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনিস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে নাফিসকে দেখতে গিয়েছিলেন। গত দুই বছর ধরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে কাজ করছিলেন নাফিস ইকবাল। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের ম্যানেজার হিসেবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন তিনি।
Mohun Bagan: ‘সেরা একাদশ’-এ ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি
Former Bangladesh batter Nafees Iqbal has been kept under observation in a Dhaka hospital after he suffered a brain haemorrhage in Chattogram on Friday https://t.co/WwG2rz6HRq
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 6, 2024
বাংলাদেশের হয়ে ১৬ টি ওয়ানডে ও ১১ টি টেস্ট খেলেছেন নাফিস ইকবাল। ২০০৬ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নাফীস। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে একমাত্র সেঞ্চুরি করেছিলেন নাফীস। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন।