Mohun Bagan: ‘সেরা একাদশ’-এ ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি

একের পর এক বিদেশি ফুটবলারকে নিশ্চিত করছে মোহনবাগান সসুপার জায়ান্ট (Mohun Bagan)। নতুন মরসুমের জন্য বিদেশি ডিফেন্ডার জুটি চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। সম্প্রতি আলবার্তো রড্রিগেজকে (Alberto…

Alberto Rodríguez

একের পর এক বিদেশি ফুটবলারকে নিশ্চিত করছে মোহনবাগান সসুপার জায়ান্ট (Mohun Bagan)। নতুন মরসুমের জন্য বিদেশি ডিফেন্ডার জুটি চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। সম্প্রতি আলবার্তো রড্রিগেজকে (Alberto Rodríguez) চূড়ান্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

Mohun Bagan: হেক্টর ইয়ুস্তে না থাকলেও তাঁর রেকর্ড কথা বলছে

   

আসন্ন মরসুমে সবুজ মেরুন শিবিরে খেলতে চলেছে একাধিক নামী বিদেশি ফুটবলার। আলবার্তো রড্রিগেজ তাঁদের মধ্যে অন্যতম। কেরিয়ার জুড়ে খেলেছেন একাধিক ক্লাবে। জিতেছেন ট্রফি। আলবার্তো রড্রিগেজকে কেন বলা হচ্ছে হাইপ্রোফাইল ফুটবলার? চলুন জেনে নেওয়া যাক।

আলবার্তো রড্রিগেজ তাঁর পেশাদার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়ে খেলেছেন খেলেছেন স্পেনের বিভিন্ন ক্লাবে। স্পেন ছাড়া খেলেছেন ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় খেলার পরেই যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের। ইন্দোনেশিয়ায় খেলে পেয়েছেন সাফল্য। ট্রফি জিতেছেন। ট্রফি জয় করার পর যোগ দিয়েছেন ভারতীয় ক্লাবে।

দীর্ঘদেহী এই সেন্টার ব্যাক ইন্দোনেশিয়ার পার্সিব বানডুং-এর হয়ে খেলে জিতেছেন খেতাব। এই ক্লাবের হয়েই তিনি জয় করেছিলেন লিগা ওয়ান (২০২৩-২৪)। ইন্দোনেশিয়ার লিগা ১-এ ২৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রক্ষণভাগকে আঁটোসাঁটো রাখার পাশাপাশি আক্রমণ তৈরি করার ব্যাপারে দক্ষতা রয়েছে।

Copa America 2024: চূড়ান্ত হল আর্জন্টিনার সেমিফাইনাল প্রতিপক্ষ

হোসে মোলিনার কোচিংয়ের সঙ্গে মানিয়ে নিতে পারলে নিচ থেকে আক্রমণ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ইন্দোনেশিয়ার প্রধান লিগের সেরা একাদশে রাখা হয়েছিল স্পেনের এই দীর্ঘদেহী সেন্টার ব্যাককে। নিজের ডিফেন্সিভ কোয়ালিটির জন্যই সেরা একাদশে জায়গা পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ।