Mumbai: ১০০ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্য ক্রিকেট সংস্থার

মুম্বাই (Mumbai) ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) সম্প্রতি ৪২তম বারের জন্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) সেরা হয়েছে। এরপরেই সিনিয়র পুরুষ ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করেছে…

Ranji Trophy Mumbai

মুম্বাই (Mumbai) ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) সম্প্রতি ৪২তম বারের জন্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) সেরা হয়েছে। এরপরেই সিনিয়র পুরুষ ক্রিকেটারদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা করেছে এমসিএ। এখন বিসিসিআইয়ের সমান প্রত্যেক খেলোয়াড়কে প্রতিদিনের ম্যাচ ফি-ও দেওয়া হবে। ২০২৪-২৫ মরসুম থেকে এই বৃদ্ধি কার্যকর হবে।

এই ঘোষণার পর এক মরসুমে খেলোয়াড়দের আয় দ্বিগুণ হতে পারে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটাররা দিনের খেলার জন্য ৬০ হাজার টাকা পেয়ে থাকেন। যাঁরা ২১-৪০টি ম্যাচ খেলেছেন তাঁদের ক্ষেত্রে এই অঙ্কটা ৫০ হাজার টাকা। ২০টির কম ম্যাচ খেলা ক্রিকেটাররা দিনে ৪০ হাজার টাকা করে পান।

   

চলতি মাসের শুরুতেই রঞ্জি ট্রফি জয়ী দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল এমসিএ। যা বিসিসিআইয়ের পুরস্কার মুল্যের থেকেও ছিল বেশি ছিল। এমসিএ-র এই পদক্ষেপে আইপিএল চুক্তি নেই এমন ক্রিকেটাররা উপকৃত হবেন।

Advertisements

এমসিএ সভাপতি অমল কালে বলেছেন, ‘রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটারদের ভালো আয় হওয়া উচিৎ। মুম্বাইয়ে রঞ্জি ট্রফি এবং লাল বলের ক্রিকেটের নিজস্ব গুরুত্ব রয়েছে।’

মুম্বাইয়ের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কারও প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বিসিসিআইকে ঘরোয়া ম্যাচ ফি কমপক্ষে দ্বিগুণ বা তিনগুণ করার জন্য অনুরোধ করেছিলেন। তাঁর বিশ্বাস, এর ফলে রঞ্জি ট্রফি খেলা খেলোয়াড়ের সংখ্যা বাড়বে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News