ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) অন্যতম সফল দলকে এবার যেন চেনাই যাচ্ছে না। পরপর তিন ম্যাচে হার। সোমবার ঘরের মাঠে কার্যত মুখ থুবড়ে পড়ল মহানগরীর ফ্র্যাঞ্চাইজি দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৫.৩ ওভারে ম্যাচ জিতে নিয়েছেন রাজস্থান রয়্যালস।
এদিনের ম্যাচে ঘরের মাঠে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ। রোহিত শর্মা, নমন ধির, ব্রেভিস আউট হলেন শূন্য রানে। ১৪ রানের মাথায় তিন উইকেট হারিয়েছিল দল। ঈশান কিষাণ আশার আলো দেখিয়েছিলেন, আউট হলেন ১৬ রান করে। মিডল অর্ডারে তিলক ভার্মা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ইনিংসের সৌজন্যে একশো রানের গণ্ডি পেরোয় মুম্বাই। তিলক ও হার্দিক খেললেন যথাক্রমে ৩২ ও ৩৪ রানের ইনিংস। আট নম্বরে নেমে ডেভিড করলেন ১৭ রান।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর ১২৫/৯। রাজস্থান রয়্যালসের হয়ে তিনটি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ও যজুবেন্দ্র চাহাল।
ম্যাচ শুরু হওয়ার আগে থেকে গ্যালারি জুড়ে হার্দিককে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছিল নেতিবাচক ধ্বনি। সঞ্জয় মঞ্জরেকর দর্শকদের সংযত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। হার্দিক ৩৪ রান না করলে দলের মোট রান হয়তো আরো কম হতো। অধিনায়ক হিসেবে দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন। হল না। হারের হ্যাটট্রিক।
২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান রয়্যালস। ফর্মে থাকা রিয়ান পরাগ রাজস্থানের পক্ষে একাই ম্যাচ বের করলেন। ৩৯ বলে করলেন অপরাজিত ৫৪ রান। তিনটি উইকেট নিতে পেরেছিল মুম্বাই। যার মধ্যে তিনটি নিয়েছেন আকাশ মধোয়াল।