Dev: ‘ঠিক এই কারণেই রাজনীতিটা ছেড়ে দিচ্ছিলাম’, ঝেড়ে কাশলেন দেব!

একদিকে ছবির কাজ, তার প্রচার, অন্যদিকে আসন্ন লোকসভা ভোটের কারণে নির্বাচনী প্রচার, সব মিলিয়ে বেশ ব্যস্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী-তারকা দীপক অধিকারী ওরফে দেব৷…

Dev actor and ghatal tmc candidate

একদিকে ছবির কাজ, তার প্রচার, অন্যদিকে আসন্ন লোকসভা ভোটের কারণে নির্বাচনী প্রচার, সব মিলিয়ে বেশ ব্যস্ত ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী-তারকা দীপক অধিকারী ওরফে দেব৷ এই মুহূর্তে তাঁর নজরে ঘাটাল লোকসভা কেন্দ্র। তাই প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না দেব। এসবের মাঝেই এবার রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মুখ খুললেন দেব৷

দেব বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি ছিল দীর্ঘদিনের৷ আমি সেটা করে দেব বলেছিলাম৷ কিন্তু তা বাস্তবায়িত করতে পারিনি৷ তাই রাজনীতি ছেড়ে অভিনয় জগতেই ফিরে যেতে চেয়েছিলাম’৷ দেব আরও বলেন, ‘মমতা দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনেই আমাকে বললেন, তোমাকে ফিরতে হবে। রাজনীতিতে তোমাদের মতো মানুষ প্রয়োজন। যাঁরা আমাকে চেনেন, তাঁরা জানেন আমি মিথ্যে কথা বলি না খুব একটা। ভুল প্রতিশ্রুতিও দিই না’।

আরও পড়ুন: Deepak Adhikari: রাগ-অভিমান ভুলে দলীয় কর্মীদের এক হওয়ার বার্তা দেবের 

দেব বলেন, ‘আমি দিদিকে এবার বলেছিলাম, যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা করা যায়, তবেই আমি রাজনীতিতে থাকব। দিদি সঙ্গে সঙ্গে কথা দেন যে, ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে’।

প্রসঙ্গত, এবারে ঘাটালে দেবের বিপরীতে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে হিরণকে চট্টোপাধ্যায়কে। রাজনীতির আঙিনায় যে এতটুকু জমি ছাড়তে নারাজ হিরণ, তা তিনি তাঁর নানান মন্তব্যে বার বারই বুঝিয়ে দিয়েছেন৷ আর তা করতে গিয়ে বিনোদন জগতে নিজের সহকর্মীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷ কিন্তু সে সবকে যে দেব আপাতত পাত্তা দিচ্ছেন না, তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷

আরও পড়ুন: Dev: দেব কথা রাখেন, মিথ্যে প্রতিশ্রুতি দেন না

আগামী দু’মাস ভোট নিয়ে ব্যস্ত থাকবেন দেব। তবে তার মাঝেই চলছে ছবির কাজও৷ এরইমাঝে শেষ করলেন ‘টেক্কা’ ছবির এক দিনের শুটিংয়ের কাজ। ভোটের পর ফের শুরু করবেন ‘খাদান’-এর পরবর্তী পর্যায়ের শুটিং।