ছাড়া হল মুম্বই-আল হিলাল ম্যাচের টিকিট, কত দামে পাবেন সমর্থকরা?

গতবারের ফিরে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করে লিগ শিল্ড জয় করার দরুন খুব সহজেই এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে…

Mumbai City FC vs Al Hilal

গতবারের ফিরে ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করে লিগ শিল্ড জয় করার দরুন খুব সহজেই এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি। গত ১৮ সেপ্টেম্বর নাসাজির বিপক্ষে খেলতে নেমে এএফসি চ্যাম্পিয়নস লিগের অভিযান শুরু করে রনবীর কাপুরের এই ফুটবল দল।

যদিও সেই ম্যাচে পরাজিত হতে হয় তাদের। এরপর ২রা অক্টোবর বাইরের মাঠে নাফবাহোর দলের বিপক্ষে খেলে এই ভারতীয় দল। সেখানেই পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। এবার আগামী ২৩ শে অক্টোবর বাইরের মাঠে নেইমারদের বিপক্ষে প্রথম ম্যাচ মেহতাব-ছাংতেদের। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে নভেম্বর মাসের প্রথম দিকে নিজেদের ঘরের মাঠে আল হিলালের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে বাকিং হ্যামের ছেলেরা।

উল্লেখ্য, এই ম্যাচ আগামী ৭ ই নভেম্বর ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে হওয়ার কথা থাকলে তা নিয়ে প্রবল ক্ষোভ দেখা দিয়েছিল সকলের মধ্যে। আসলে এই ম্যাচের মূল আকর্ষণ হিসেবে থাকতে পারেন নেইমার জুনিয়র। প্যারিস ছেড়ে গত কয়েকদিন আগেই সৌদির এই ক্লাবে যোগ দিয়েছেন তিনি। তাকে সামনে দেখার জন্য আলাদাই উন্মাদনা দেখা দিয়েছে সকলের মধ্যে।

কিন্তু খুব বেশি সংখ্যক মানুষের ক্যাপাসিটি ছিল নাএই ফুটবল স্টেডিয়ামে। সর্বাধিক ৯ হাজার জন মানুষ এখানে বসতে পারতেন এখানে। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছে সকলের মধ্যে। ম্যানেজমেন্টের তরফ থেকে মুম্বাইয়ের স্পোর্টস এরিনায় এই ম্যাচ আয়োজন করার ইচ্ছে প্রকাশ করা হলেও তাতে এএফসির সম্মতি মিলছিল না কোনোভাবেই। শেষ পর্যন্ত দিওয়াই পাটিল স্টেডিয়াম এই ম্যাচের অনুমতি পায়।

কিন্তু টিকিট? টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে দেখা দিয়েছিল যাবতীয় সমস্যা। কোথা থেকে এবং কত মূল্যে মিলতে পারে এই ম্যাচের টিকিট, সেই নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে তা নিয়ে উঠে আসল নয়া তথ্য। যতদূর জানা গিয়েছে, নেইমারদের সাথে মুম্বাইয়ের এই ম্যাচ দেখতে গেলে দর্শকদের খরচ করতে হবে মাত্র ১৪৯৯ টাকা।

হ্যাঁ, আসলে সকল দর্শকদের কথা মাথায় রেখেই টিকিটের এমনতর দাম ধার্য করা হয়েছে। তবে এটিই নূন্যতম টিকিট। এছাড়াও দুই থেকে আড়াই হাজারের মধ্যেও থাকছে বিশেষ টিকিট। যা নেওয়ার জন্য এখন থেকেই ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে সকলের।