Roy Krishna: রয় কৃষ্ণাকে দলে টানতে মরিয়া মুম্বই, কার বদলে আসতে পারেন তিনি?

ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম একটি জনপ্রিয় নাম হল রয় কৃষ্ণা (Roy Krishna)। এটিকে থেকে শুরু করে পরবর্তীতে এটিকে মোহনবাগান হোক কিংবা গত মরশুমের বেঙ্গালুরু এফসি।…

roy krishna odisha fc

ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম একটি জনপ্রিয় নাম হল রয় কৃষ্ণা (Roy Krishna)। এটিকে থেকে শুরু করে পরবর্তীতে এটিকে মোহনবাগান হোক কিংবা গত মরশুমের বেঙ্গালুরু এফসি। সব ক্ষেত্রেই যথেষ্ট ঝলমলে থেকেছেন এই ফুটবলার। বল পায়ে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও দারুন ভূমিকা থেকেছে ফিজির এই ম্যাজিশিয়ানের।

শেষ মরশুমে আইএসএল ফাইনালে ও গোল এসেছিল তার হেড থেকে। যদিও শেষ রক্ষা হয়নি। ট্রাইবেকার রাউন্ডেই পরাজিত হতে হয়েছিল সুনীল ছেত্রীদের। তবে এই মরশুমের শুরুর আগেই শোনা গিয়েছিল ভারত ছেড়ে নিজের দেশে ফিরে যেতে চলেছেন এই ফুটবলার। তবে শেষ পর্যন্ত সার্জিও লোবেরার ওডিশা এফসিতে যোগদান করেন রয় কৃষ্ণা।

   

বলাবাহুল্য, বেঙ্গালুরু এফসির পর জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবে ও দূরন্ত ছন্দে ধরা দিতে দেখা যায় এই ফুটবলারকে। গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হিসেবে ও উঠে আসতে থাকে এই তারকার নাম। তবে টুর্নামেন্টের সেমিফাইনালে ওডিশা এফসি বিজয় নেওয়ার পর থেকেই থমকে যায় সেই ধারা। তবে নতুন মরশুমে তিনি যে আর ওডিশা এফসিতে থাকবেন না সেকথা অনেক আগেই জানা গিয়েছিল। নতুন মরশুমে তিনি যে নতুন কোনো দলে অংশগ্রহণ করবেন তা পরিষ্কার হয়ে গিয়েছিল অনেক আগেই। কিন্তু কোথায়? এক্ষেত্রে বারংবার উঠে আসতে থাকে মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্সের মতো ক্লাবের নাম। বর্তমানে তাকে দলে পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে এই দুই ফুটবল ক্লাব।

কলকাতায় ফিরতে আগ্ৰহী হলেও এখনো পর্যন্ত তাকে প্রস্তাব দেয়নি ময়দানের কোনোও প্রধান। সেজন্য এবার মুম্বাই সিটি এফসিতে আসতেই যথেষ্ট আগ্ৰহী তিনি। বিশেষ সূত্র মারফত খবর, আর্জেন্টাইন তারকা জর্জ পেরেইরা দিয়াজের বিকল্প হিসেবে মুম্বাই সিটি এফসিতে যোগদান করতে পারেন এই ফুটবলার। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।