Mohun Bagan: সবুজ-মেরুনের নজরে এফসি গোয়ার এই তরুণ ফুটবলার

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আইএসএলের লিগশিল্ড জয় করেছে মোহনবাগান (Mohun Bagan)সুপারজায়ান্টস। তাই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। তবে গতবারের…

FC Goa's Rising Star Jay Gupta

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আইএসএলের লিগশিল্ড জয় করেছে মোহনবাগান (Mohun Bagan)সুপারজায়ান্টস। তাই এবার এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়েছে পালতোলা নৌকা ব্রিগেড। তবে গতবারের মতো এবারও লিগ জিতেই মরশুম শেষ করতে চাইছেন শুভাশিসরা। সেক্ষেত্রে টুর্নামেন্ট জয়ের প্রধান বাঁধা হিসেবে রয়েছে পেট্রো ক্র্যাটকির মুম্বাই সিটি এফসি।

সপ্তাহ কয়েক আগেই আইএসএলের লিগশিল্ড জয়ের ম্যাচে মোহনবাগান দলের কাছে পরাজিত হয়েছিল এই শক্তিশালী মুম্বাইকে। বলতে গেলে এবার বদলার লড়াই তাদের কাছে। এখন এই ম্যাচের দিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমীরা।

   

আগামী ৪ মে মুখোমুখি হতে চলেছে দুইদল। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বাগান ব্রিগেড। মূলত এএফসি চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখে সেরার সেরা দল গঠনে বদ্ধপরিকর বাগান ম্যানেজমেন্ট। তাই ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে কলকাতা ময়দানের এই প্রধান। শোনা যাচ্ছে, অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে দলে টানতে চলেছে সবুজ-মেরুন। তার উপস্থিতিতে দলের আক্রমণভাগ অনেকটাই শক্তিশালী হবে মেরিনার্সদের। শেষ মরশুমে মেলবোর্ন সিটির হয়ে খেললেও তাকে পাওয়ার জন্য অলআউট ঝাঁপাতে চলেছে কলকাতার এই ফুটবল দল।

পাশাপাশি দেশীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে মোহনবাগান। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে এফসি গোয়ার তরুণ ফুটবলার জয় গুপ্তার দিকে। উল্লেখ্য, এই ফুটবল সিজনে কোচ মানালো মার্কেজের তত্ত্বাবধানে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে বছর বাইশের সাইড ব্যাকের। রক্ষণভাগের সক্রিয়তার পাশাপাশি বেশকিছু গোল ও দেখা গিয়েছিল তার পা থেকে। এমন দূর্দান্ত পারফরম্যান্সের দরুন জাতীয় দলে ও সুযোগ করে নেন এই প্রতিভাবান। নতুন মরশুমে তাকে পাওয়ার জন্য মরিয়া মেরিনার্সরা। সেক্ষেত্রে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি এবারের শিল্ড জয়ী দল।