সবুজ-মেরুনের বিদেশী ফুটবলারের দিকে নজর মুম্বাইয়ের

Advertisements নতুন মরশুমে জন্য একেবারে নতুন রূপে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির তত্ত্বাবধানে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এই…

Brendan Hamill,

Advertisements

নতুন মরশুমে জন্য একেবারে নতুন রূপে সেজে উঠছে মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকির তত্ত্বাবধানে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এই ফুটবল ক্লাব। কিন্তু অল্পের জন্য শিল্ড হাতছাড়া হওয়ায় নতুন সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না এই ফুটবল ক্লাব। সেই নিয়ে কিছুটা হলেও আফশোস রয়ে গিয়েছে সকলের। তবুও পুরনো সবকিছু ভুলে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। সেজন্য কোচের নির্দেশ মেনেই নিজেদের দলের আমূল বদল আনতে চলেছে ম্যানেজমেন্ট। মরশুম জুড়ে দাপিয়ে খেলা জর্জ পেরেইরা দিয়াজ হোক কিংবা তিরি, দল থেকে বাদ পড়েছেন সকলেই।

বিজ্ঞাপন

এমনকি দলের অধিনায়ক রাহুল ভেকেও বিদায় নিয়েছেন দল থেকে। গতকাল নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়েছে মুম্বাই। তবে এবার উঠে আসলো এক নয়া তথ্য। শোনা যাচ্ছে মোহনবাগান সুপারজায়ান্টস দলের এক বিদেশি ফুটবলারের সঙ্গে নাকি নিয়মিত আলোচনা সারছে এবারের আইএসএল জয়ীরা।

তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার ব্র্যান্ডন হ্যামিল।অবাক লাগলেও এমনটাই শোনা যাচ্ছে এবার। উল্লেখ্য, এবারের এই ফুটবল সিজনে সবুজ-মেরুন জার্সিতে সেভাবে প্রভাব ফেলতে পারেননি এই বিদেশী ডিফেন্ডার। বেশ কিছু ম্যাচে দলের রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছিল এই দাপুটে ডিফেন্ডারকে।

তাই নতুন সিজনে তাকে ধরে রাখতে খুব একটা আগ্রহ নেই বাগান ম্যানেজমেন্টের। অর্থাৎ দল ছাড়া প্রায় নিশ্চিত এই ফুটবলারের। পরবর্তীতে শোনা যায়, ইন্দোনেশিয়ার এক ফুটবল ক্লাবের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে হ্যামিলকে। যদিও পরবর্তীতে সেই নিয়ে উঠে আসেনি কোন তথ্য। কিন্তু মুম্বাই সিটি এফসির মতো শক্তিশালী ক্লাবের তরফ থেকে তার কাছে প্রস্তাব পাঠানো হলে তা নিয়ে ভেবে দেখতে পারেন এই অজি ফুটবলার।