ইস্টবেঙ্গলে আসতে মুখিয়ে আলান সাজি, চূড়ান্ত করবে ম্যানেজমেন্ট?

গত কয়েক সপ্তাহ ধরেই দল গঠনের ক্ষেত্রে অনেকটাই সক্রিয় হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে…

Alan Saji football

গত কয়েক সপ্তাহ ধরেই দল গঠনের ক্ষেত্রে অনেকটাই সক্রিয় হয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে ক্লাবের লগ্নিকারী সংস্থা। মাদিহ তালাল থেকে শুরু করে পরবর্তীতে দিমিত্রিওস ডায়মান্টাকোসের মতো ফুটবলারদের চূড়ান্ত করেছে দল।

   

এছাড়াও অস্ট্রেলিয়ান তারকা জর্ডান এলসেকে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। পাশাপাশি দেশীয় ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা থেকেছে কলকাতা ময়দানের এই প্রধানের। ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে প্রভাত লাকরা এবং অ্যালেক্স সাজির মতো ফুটবলারদের আগেই নিশ্চিত করেছিল দল।

কিন্তু সেখানেই শেষ নয়। এবার দেশের শতাব্দী প্রাচীন এই ক্লাবে খেলতে আগ্ৰহী তরুণ ফরোয়ার্ড আলান সাজি। উল্লেখ্য, তার দাদা অ্যালেক্স সাজিকে নতুন মরশুমের জন্য হায়দরাবাদ এফসি থেকে তুলে আনতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে দুই ভাইকেই দেখা যেতে পারে লাল-হলুদ জার্সিতে। নিঃসন্দেহে তা বড়সড়ো পাওনা হবে সকলের কাছে।

বলাবাহুল্য, গত সিজনে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগে ইয়ং চ্যাম্পসের হয়ে অনবদ্য পারফরম্যান্স ছিল আলান সাজির। সেজন্য সব দিক বিচার বিবেচনা করেই তাকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট।

নতুন ফুটবল মরশুমে নিজেদের মেলে ধরাই একমাত্র লক্ষ্য মশাল ব্রিগেডের। সেজন্য, দলের প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করতে চাইছে এই প্রধান।