ডুরান্ড কাপে মুম্বাই সিটির (Mumbai City FC) শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে তা ধরে রাখা সম্ভব হয়নি। মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল তাদের। পরবর্তীতে ম্যাচ রেফারির সিদ্ধান্ত নিয়ে ও দেখা দিয়েছিল বিতর্ক। তারপর যত সময় এগিয়েছে ততই বদল এসেছে দলের অন্দরে।
পুরোনো কোচ ডাস বাকিংহ্যামের দেশে ফিরে যাওয়ার পর দলের দায়িত্ব তুলে দেওয়া হয় কিরঘিজস্তানের কোচ পেট্রো ক্র্যাটকির হাতে। পূর্বে মেলবোর্ন সিটির মতো ক্লাবের সঙ্গে ও যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে মুম্বাই সিটির মতো শক্তিশালী ক্লাবের দায়িত্ব সামাল দেওয়ার জন্য দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে।
আরও পড়ুন: Odisha FC: রয় কৃষ্ণার বিকল্প খুঁজছে ওডিশা, কে আসতে পারেন দলে?
এই নয়া কোচের পছন্দ অনুযায়ী ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড়দের নির্বাচন করে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত মরশুমের পর এই ফুটবল সিজনেও ব্যাপক ছন্দে রয়েছে দল। অনেক আগেই দল পৌঁছে গিয়েছে প্লে-অফে। বর্তমানে আইএসএলের লিগশিল্ড জয় সুনিশ্চিত করাই অন্যতম লক্ষ্য তাদের। সেক্ষেত্রে তাদের অন্যতম প্রতিপক্ষ কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। একটা সময় এই দল পিছিয়ে থাকলেও হাবাসের হাতে দায়িত্ব আসার পর থেকেই অনবদ্য ছন্দে ফিরেছে বাগান ব্রিগেড। আগামী ১লা এপ্রিল মুম্বাই সিটি এফসিকে লড়াই করতে হবে হায়দরাবাদ দলের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে অনেকটাই সুবিধা হবে তাদের।
আরও পড়ুন: FC Goa: এই তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া
তবে এই মরশুম শেষেই হয়ত আইএসএল জয়ী এই দলকে বিদায় জানাতে পারেন জর্জ পেরেইরা দিয়াজ। হিসেব অনুযায়ী চলতি বছরের মে মাস পর্যন্ত এই আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে মুম্বাই দলের। যতদূর খবর, এরপর আর হয়ত এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি বাড়াবে না রনবীর কাপুরের ফুটবল দল। তার পরিবর্তে হয়ত নয়া বিদেশিকে দেখা যেতে পারে মুম্বাই দলে।