Mumbai City FC: আইএসএল নিয়ে কী বলছেন মুম্বই কোচ? জানুন

কিছু সপ্তাহ আগেই মুম্বই সিটিকে (Mumbai City FC) বিদায় জানিয়ে নিজের দেশে চলে গিয়েছেন ব্রিটিশ কোচ ডাস বাকিংহ্যাম। বর্তমানে তিনি নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডের…

Petr Kratky

কিছু সপ্তাহ আগেই মুম্বই সিটিকে (Mumbai City FC) বিদায় জানিয়ে নিজের দেশে চলে গিয়েছেন ব্রিটিশ কোচ ডাস বাকিংহ্যাম। বর্তমানে তিনি নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডের দায়িত্ব সামাল দিচ্ছেন। সেখানেই এবার পুরোনো ছন্দে দলের হাল ধরেছেন তিনি। যারফলে, গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এবার কার হাতে উঠবে মুম্বই সিটির বাটন। সেইমতো একাধিক হেভিওয়েট কোচের নাম ও শোনা গিয়েছিল।

আরও পড়ুন:  Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন

তবে শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ই ডিসেম্বর নতুন কোচের নাম ঘোষণা করে রনবীর কাপুরের মুম্বই সিটি এফসি। অবশেষে দলের দায়িত্ব পান কিরঘিজ কোচ পেট্রো ক্র্যাটকি (Petr Kratky)। গত ফুটবল মরশুম পর্যন্ত মেলবোর্ন সিটির দায়িত্ব সামলেছেন তিনি। সেখানে সহকারী কোচ হিসেবে কাজ করার পর এবার যুক্ত হয়েছেন ভারতীয় ফুটবল দলের সঙ্গে।

আরও পড়ুন: Mohun Bagan: হারলেও নিজেদের লক্ষ্যে সফল বাগান-বাহিনী  

Advertisements

পরবর্তী সময় একটি বিশেষ মাধ্যমে এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, মুম্বই সিটি এফসির মতো শক্তিশালী দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। পূর্বে ও এই সিটি গ্রুপের সঙ্গে আমি কাজ করেছি। তাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করে আসছি। ফুটবল নিয়ে তাদের ভাবনা চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে যথেষ্ট আকৃষ্ট করেছে। তাই এবার ভারতীয় ক্লাবে বিড়াট দায়িত্বের জন্য আমাকে সুযোগ দেওয়া হয়েছে। যা সহজেই মন জয় করে নিয়েছিল সকলের। এবার দলের দায়িত্ব নেওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগ প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন:  Mohun Bagan: ম্যাচ হেরেই এএফসি কাপে অভিযান শেষ করল বাগান

এই কিরঘিজ কোচের কথায়, অস্ট্রেলিয়ান ফুটবল লিগের সঙ্গে এই ভারতীয় ফুটবল লিগের বহু মিল রয়েছে। পাশাপাশি দলের স্টাফ ও খেলোয়াড়দের গুনগত মান ও যথেষ্ট প্রশংসনীয়। এক কথায় বলতে গেলে দেশের এই ফুটবল লিগ যথেষ্ট পছন্দ হয়েছে মুম্বই দলের নয়া কোচের। সূচী অনুযায়ী এই ফুটবল লিগের পরবর্তী ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হবে মুম্বই। সেই ম্যাচে আদৌ কতটা নাস্তানাবুদ করতে পারে লাল-হলুদ ব্রিগেডকে, এখন সেটাই দেখার।