FC Goa: এই তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি বাড়াল এফসি গোয়া

Muhammed Nemil Commits to FC Goa

গত বেশ কয়েকটি মরশুম একেবারেই ভালো যায়নি এফসি গোয়ার (FC Goa)। শেষ মরশুমে অনবদ্য লড়াই করলেও প্লে-অফে নিজেদের স্থান পাকা করা সম্ভব হয়নি। তবে এবারের এই ফুটবল সিজনে অনেক আগেই দ্বিতীয় পর্বের লড়াইয়ে নিজেদের স্থান পাকা করে নিয়েছে মানালো মার্কেজের দল। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এফসি গোয়া।

বলতে গেলে টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের জন্য এবার লড়াই করছে এই ফুটবল দল। গত ম্যাচে তারা পরাজিত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ফুটবল ক্লাবকে। আগামী মাসের প্রথম দিকে তাদের লড়াই করতে হবে এই টুর্নামেন্টের অত্যন্ত দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে।

   

এই ম্যাচে জয় পেলে শিল্ড জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বোরহারা। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য খেলোয়াড় নির্বাচন করার কাজ শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আইলিগের পাশাপাশি আইএসএল ও একাধিক বিদেশি ফুটবল টুর্নামেন্টের থেকে নজর রয়েছে তাদের।

যতদূর জানা গিয়েছে, দেশীয় ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে মূলত আইলিগের ফুটবল টিম গুলির দিকেই বিশেষ নজর রয়েছে ম্যানেজমেন্টের। ‌ তবে সেখানেই শেষ নয়। নিজেদের দলের একাধিক দক্ষ সৈনিক কেউ ধরে রাখতে মরিয়া গোয়া। এছাড়াও লোন ডিলে আশা স্প্যানিশ তারকা বোরহার সঙ্গে ও নাকি চুক্তি বাড়াতে চায় দল।

তবে তার আগেই দলের তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল গোয়া দল। বলাবাহুল্য, এবারের টুর্নামেন্টে নেমিলের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসনীয়। তাই সবদিক বিচার বিবেচনা করেই এই দাপুটে মিডফিল্ডার এর সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়ে নিল আইএসএলের দল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন