MS Dhoni: ধোনির সঙ্গে দেখা কাইফের, উচ্ছসিত কাইফ-পুত্র কবির

MS Dhoni's Airport Encounter Brings Joy to Former India Star's Son

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সাথে বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ প্রাক্তন ভারতীয় ক্রিকেপ তারকা মহম্মদ কাইফের। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ধোনির দ্রুত আরোগ্য কামনা করেন।

বিমানবন্দরে কাইফের পরিবারের সাথে হঠাৎই দেখা হয় ধোনি- পরিবারের। সপরিবারে ছবি তুলে পোস্ট করেন কাইফ। ছেলে কবিরের সাথে আলাদা করে ছবি তোলেন  কাইফ জানান, কইফ নাকি খুব খুশি এটা জেনে তার মতো ধোদিও ছোটবেলায় ফুটবল খেলতেন।

   

ইনস্টাগ্রামে কাইফ লেখেন, “আমরা আজ বিমানবন্দরে এই মহান ব্যক্তি এবং তাঁর পরিবারের সাথে দেখা করেছি। অস্ত্রোপচার করে বাড়ি ফিরছিলেন তিনি। ছেলে কবির খুব খুশি কারণ ধোনি তাকে বলেছিলেন যে তিনিও তার মতোই ছোটবেলায় ফুটবল খেলেছেন। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, দেখা হবে পরের মৌসুমে, চ্যাম্পিয়ন।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mohammad Kaif (@mohammadkaif87)

মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে বাঁ হাটুতে অস্ত্রপচার করান ধোনি। অতএব, পরের বছরও ধোনির ফিরে আসার ক্ষীন সম্ভাবনা আছে। ২০২৩ আইপিএল ফাইনাল জিতেই বিখ্যাত ক্রীড়া অর্থোপেডিক সার্জন ডাঃ দিনশ পারদিওয়ালার পরামর্শে বাঁ হাটুতে অস্ত্রপচার করান তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন