Odisha Train Tragedy: মৃতের সংখ্যা বেড়ে ২৭৮, এখনও ১০১ টি দেহ শনাক্ত করা যায়নি

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে হল ২৭৮। আরও তিন জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন যে ২৭৮ মৃতের মধ্যে ১০১…

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা মঙ্গলবার বেড়ে হল ২৭৮। আরও তিন জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন যে ২৭৮ মৃতের মধ্যে ১০১ টি দেহ এখনও শনাক্ত করা যায়নি।

২রা জুন শুক্রবার রাতে সিগন্যাল ব্যবস্থায় বড়সড় ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস ট্রেন বেলাইন হয়ে পিছন থেকে ধাক্কা মারে বাহানগা বাজার স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে। একই সঙ্গে বেলাইন হওয়া করমণ্ডলের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। ৫১ ঘন্টা পর রবিবার রাতে ট্রেন চলাচল শুরু করা হয়।

পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রিঙ্কেশ রায় জানান ১,১০০ আহতের মধ্যে ৯০০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ২০০ জনের ওড়িশার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। ২৭৮ মৃতের মধ্যে এখন শনাক্ত করা যায়নি ১০১ টি দেহ।

ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে ১৯৩ দেহের মধ্যে ৮০ জনের দেহ শনাক্ত হয়েছে এবং তাঁদের পরিবারের হাতে দেহ তলে দেওয়া হয়েছে।

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালগুলিতে যেতে পারেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। মেদিনীপুর মেডিক্যাল কলেন এবং হাসপাতালেও যেতে পারেনবলে জানা যাচ্ছে।