Tripura: আগরতলা রেলওয়ে স্টেশন থেকে অনুপ্রবেশকারী ১০ রোহিঙ্গাসহ ১৩ গ্রেপ্তার

ত্রিপুরার (Tripura) আগরতলা রেলস্টেশন (Agartala railway station) থেকে ১০ রোহিঙ্গা (Rohingya) শরণার্থীকে আটক করেছে পুলিশ।

10 Rohingya arrested from Agartala railway station

ত্রিপুরার (Tripura) আগরতলা রেলস্টেশন (Agartala railway station) থেকে ১০ রোহিঙ্গা (Rohingya) শরণার্থীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া তাদের সঙ্গে দুই বাংলাদেশি ও একজন ভারতীয় হ্যান্ডলারকেও আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে বলে রেল পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

জিআরপির পুলিশ সুপার অমিতাভ পাল জানিয়েছেন, গ্রেফতারকৃত ১৩ জনের সবাই কলকাতা যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অপেক্ষায় ছিলেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই ১৩ জন গ্রেপ্তারের সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এ পর্যন্ত ৩৩ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে। তিনি বলেন, সিপাহী জালা জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা রাজ্যে প্রবেশ করছে।