SSC Scam: তদন্তের গতি-ধারা পালটে মানিক-ঘনিষ্ট তাপসকে গ্রেফতার করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলা (SSC Scam) এবার পেঁয়াজের খোসা খুলতে চলছে৷ কার্যত আদালতের গুঁতো খেয়ে তদন্তের গতি-ধারা পালটে ফেলল মামলার তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)৷

Tapas Mondal arrested by CBI

নিয়োগ দুর্নীতি মামলা (SSC Scam) এবার পেঁয়াজের খোসা খুলতে চলছে৷ কার্যত আদালতের গুঁতো খেয়ে তদন্তের গতি-ধারা পালটে ফেলল মামলার তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)৷ অবশেষে সন্দেহের প্রথম তালিকায় থাকা মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ (Manik Bhattacharya) তাপস মণ্ডলকে (Tapas Mondal ) গ্রেফতার করল সিবিআই৷

রবিবার ছুটির দিনে নিজাম প্যালেসে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। নিয়োগ দুর্নীতিতে একের পর চাঞ্চল্যকর তথ্য তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছিল তাপস। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল। এদিন আরও একজন এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের বারবার মুখোমুখি হতে হয়েছে তাপস মণ্ডলকে। একাধিকবার সিবিআই ও ইডির কাছে চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য তুলে দিয়েছে তাপস। গ্রেফতারির পরে তাপস বলেন, কেন গ্রেফতার করল বুঝতে পারছি না। তদন্তে এখনও সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। এই মুহুর্তে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর এক এজেন্টের নাম নিলাদ্রী ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তাপস মণ্ডল সম্পর্কে কুন্তল দাবি করেন, কেন তাপসকে গ্রেফতার করা হচ্ছে না। এমনকি তাপসের সঙ্গে বিজেপির যোগ নিয়ে অভিযোগ তোলেন তিনি। আবার কখনও কুন্তল বলেছেন সাক্ষীদের প্রভাবিত করছে তাপস। আগামীকাল আদালতে ফের পেশ করা হবে কুন্তলকে। যদিও এই কুন্তল ঘোষের নাম প্রথমে এনেছিল তাপসই। এখন সেই তাপসকে গ্রেফতার করা হল। এমনকি কুন্তলের সঙ্গে মানিকের যোগ নিয়েও বারবার বলেছন তাপস। অন্যদিকে, নিলাদ্রী ঘোষের কথা বারবার তুলে ধরেছিল কুন্তল। সকলকেই গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল নেতা কুন্তল বারবার দাবি করে, তাপস তাঁর কাছ থেকে টাকা নিয়েছে। আবার তাপস দাবি করেন, কুন্তল তাঁর কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছে। দুই জনের বক্তব্যে অসঙ্গতি মিলতেই তাপসকে গ্রেফতার করা হয়। এমনটাই সিবিআই সূত্রে খবর।