সন্দেশখালিকাণ্ডে CBI-এর সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

২৪-এর লোকসভা ভোটের আবহে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালিকাণ্ডে এবার সিবিআই (CBI)-এর সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  আদালতের নজরদারিতেই হবে তদন্ত।  হাইকোর্ট জানিয়েছে,…

Calcutta HC Gives Green Signal for ICDS Supervisor Recruitment, Resolving 26-Year-Old Stalemate

২৪-এর লোকসভা ভোটের আবহে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালিকাণ্ডে এবার সিবিআই (CBI)-এর সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

আদালতের নজরদারিতেই হবে তদন্ত।  হাইকোর্ট জানিয়েছে, সিবিআইকে সাহায্য করতে হবে রাজ্যকে। সিবিআইকে পোর্টাল তৈরি করতে হবে। স্পর্শকাতর এলাকাগুলোতে এলইডি আলো, সিসিটিভি বসাতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। কাদের জমি কীভাবে নকয়ে হয়েছে সেটাও জানাতে হবে। জমি জবরদখল, মহিলাদের নির্যাতন সবকিছু নিয়ে তদন্ত করবে CBI ।