Mohun Bagan: চেন্নাই ম্যাচের আগে যুবভারতীতে বিশেষ অনুশীলন কামিন্সদের

আগামীকাল, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তার আগে যুবভারতীতে শেষ অনুশীলন করল গোটা দল। আর্মান্দো সাদিকু…

Mohun Bagan's Special Pre-Match Practice

আগামীকাল, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চেন্নাই উড়ে যাবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তার আগে যুবভারতীতে শেষ অনুশীলন করল গোটা দল। আর্মান্দো সাদিকু থেকে শুরু করে জেসন কামিন্স হোক কিংবা লিস্টন কোলাসো, উপস্থিত ছিলেন সকলেই। উল্লেখ্য, এই নিয়ে টানা ম্যাচ খেলে আসছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই খেলোয়াড়দের ক্লান্তির কথা মাথায় রেখে ফিজিক্যাল ফিটনেসের দিকেই বাড়তি নজর দিচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

অন্যদিকে গোলরক্ষক বিশাল কাইথ থেকে শুরু করে আর্শ আনোয়ারদের দিকে বাড়তি নজর দিলেন কোচ মার্টিন রুইস।উল্লেখ্য, বাগান গোলরক্ষক হিসেবে বিশাল ফেরেন্দোর প্রথম চয়েস হলেও সকলকেই তৈরি রাখতে চাইছেন সবুজ-মেরুনের গোলকিপার কোচ।

   

তারপর, ফিজিক্যাল ট্রেনিং শেষ করে পাসিং ফুটবলে নজর দিলেন বাগান ফুটবলাররা। মূলত দলের ফুটবলারদের দুটো দলে ভাগ করে পাসিং ফুটবল খেলালেন হুয়ান ফেরেন্দো। সেইসাথে খেলোয়াড়রা পরখ করে নিলেন নিজেদের আক্রমণ ও রক্ষনভাগ। চেন্নাই ম্যাচ যে সহজ হবেনা তা ভালোই আন্দাজ করতে পারছেন বাগানের আইএসএল জয়ী কোচ। তাই সবরকম ভাবেই দলের ছেলেদের তৈরি রাখতে চাইছেন তিনি।

উল্লেখ্য, এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান। আসন্ন চেন্নাই ম্যাচ জিততে পারলে নিজেদের স্থান কিছুটা হলেও শক্ত হবে তাদের। সেজন্য বাড়তি সাবধানতা অবলম্বন করছেন ফেরেন্দো। অন্যদিকে, গত দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিতে চাইবে ওয়েন কোয়েলের চেন্নাইন দল।