Mohun Bagan: ওডিশা বধ করে শিল্ডের লড়াইয়ে থাকতে চাই, জানালেন সাহাল

Sahal Abdul Samad

হায়দরাবাদ ম্যাচ থেকেই এবার অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ডার্বিতে পয়েন্ট নষ্ট হলেও দ্বিতীয় ম্যাচ থেকেই স্বমহিমায় ধরা দেয় গোটা দল। কিন্তু সেখানেই শেষ নয়। পরবর্তীতে অ্যাওয়ে ম্যাচে মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়াকে পরাজিত করে সবুজ-মেরুন ব্রিগেড।

যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জুগিয়ে ছিল মেরিনার্সদের। দিনকয়েক পর সেই ধারা বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেডকে বড় ব্যবধানে আটকে দেয় কামিন্সরা। সেই জয়ের ফলে প্লে অফে নিজেদের স্থান নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান। এবার আইএসএলের লিগশিল্ড নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য সাহাল আব্দুল সামাদের (Sahal Abdul Samad)।‌

   

এবার লড়াই করতে হবে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে। বর্তমানে ১৫ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওডিশা এফসি। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে মোহনবাগান দল। অর্থাৎ এই ম্যাচ জিততে পারলে একেবারে শীর্ষ উঠে যাবে সবুজ-মেরুন।

সেইসাথে পয়েন্টের ভিত্তিতেও কিছুটা এগিয়ে থাকবে কামিন্সরা। অন্যদিকে, নিজেদের শীর্ষে রেখে দেওয়ার লড়াই ওডিশার। তাছাড়া নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও যে বাড়তি অক্সিজেন পাবে রয়কৃষ্ণারা, তা বলাই চলে। তাছাড়া কলিঙ্গ সুপার কাপ হাতছাড়া হওয়ার পর এবার এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট জিতে সমর্থকদের খুশি করতে মরিয়া ফুটবলাররা।

অন্যদিকে, অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট সংগ্রহ করেই শহরে ফিরতে চাইছে মেরিনার্সরা।‌ আসলে এই ম্যাচ জিতলেই শিল্ডের দৌড়ে বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাবে সবুজ-মেরুন। এই প্রসঙ্গে একটি মাধ্যমে সাহাল আব্দুল সামাদ বলেন, ওডিশা অনেক শক্তিশালী ফুটবল দল। এখন ওরা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। কিন্তু এবছর লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের এই ম্যাচ জিততে হবে। আশা করছি আমরা তাতে সফল হবো। আমরা জিতেই শহরে ফিরতে পারব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন