AFC Cup: ওডিশার বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে সবুজ-মেরুন?

আজ এএফসি কাপের (AFC Cup) ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান। বলতে গেলে এবার ডু অর ডাই ম্যাচ হতে চলেছে প্রায় দুই দলের জন্য। তাই…

Mohun Bagan

short-samachar

আজ এএফসি কাপের (AFC Cup) ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান। বলতে গেলে এবার ডু অর ডাই ম্যাচ হতে চলেছে প্রায় দুই দলের জন্য। তাই সকলের টার্গেট থাকবে এই ম্যাচে জয় তুলে নেওয়া। তবে চোটের সমস্যা রয়েছে দলের একাধিক ফুটবলারদের মধ্যে। উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতেই চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল আশিক কুরুনিয়ান থেকে শুরু করে আনোয়ার আলীর মতো ফুটবলারদের। এবার সেই এক সমস্যা দেখা দিয়েছে মনবীর সিং থেকে শুরু করে অজি তারকা দিমিত্রি পেট্রাতোসের মতো ফুটবলারদের। তার জেরে আজ হয়ত মাঠে থাকতে পারবেন না দলের এই ফুটবলারদের। তাদের ছেড়েই এবার ম্যাচ জেতার চ্যালেঞ্জ স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোর। এক্ষেত্রে দলের পরিকল্পনার যে বদল আসবে তা বলাই চলে।

   

কিন্তু কারা সুযোগ পাবেন আজকের দলে? বলতে গেলে বাগান হেডস্যারের কাছে একাধিক অপশন থাকলেও এবার তাদের মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়াই আসল চ্যালেঞ্জ। যতদূর শোনা যাচ্ছে, অন্যান্য ম্যাচের মতোই আজ গোলরক্ষক হিসেবে থাকবেন তরুণ তারকা বিশাল কাইথ। সেইসাথে দলের রক্ষনভাগে থাকতে চলেছেন, অধিনায়ক শুভাশিস বসু।

হয়ত আজও তার দায়িত্বেই থাকবে দলের লেফট ব্যাক। এছাড়াও সেন্টার ব্যাক হিসেবে থাকছেন ব্রান্ডন হ্যামিল ও হেক্টর ইউৎসে। একইভাবে দলের মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন গ্লেন মার্টিনস ও সাহাল আব্দুল সামাদ। পরবর্তীতে সুযোগ বুঝে থাপাকে আনা হতে পারে দলের অন্দরে।

এছাড়াও আগের থেকে কিছুটা হলেও বদল আসতে পারে দলের দুই উইংয়ে খেলানো হতে পারে আশিষ রাই ও লিস্টন কোলাসোকে। সেইসাথে অ্যাটাকিং মিডের দায়িত্ব পেতে পারেন মরোক্কান তারকা হুগো বুমোস। শেষে অজি তারকা জেসন কামিন্সের সঙ্গে কিয়ান নাসিরিকে নামিয়ে এক মিশেল রাখতে পারেন ফেরেন্দো। অন্যথায় দলে দেখা যেতে পারে সাদিকুকে।