Mohun Bagan: যুবভারতীতে জল সমস্যা মেটানোর পর আরও এক বড় উদ্যোগ নিল মোহনবাগান

mohun bagan fans girl

ফের বড় উদ্যোগ নিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সমর্থকদের জন্য চ্যাম্পিয়ন্স টি-শার্ট বিক্রি করার ব্যবস্থা করেছে ক্লাব। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই পদক্ষেপের কথা মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

গত মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। এবারেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিফাইনালের প্রথম লেগে হেরে চাপে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে সবুজ মেরুন ব্রিগেড।

   

রবিবার সন্ধ্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগের সেমিফাইনালে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা। কিক অফ হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়। গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের ভিড় উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। সমবেত সমর্থকরা গলা ফাটালে বাড়তি উৎসাহ পাবেন ফুটবলাররা।

Advertisements

ISL Champions 23/24 লেখা টি-শার্ট মোহনবাগান সমর্থকরা সংগ্রহ করবেন কোথা থেকে? মোহনবাগান সুপার জায়ান্টের করা পোস্টে জানানো হয়েছে, মোহনবাগান ক্লাবের বক্স অফিস থেকে এই বিশেষ টি শার্ট সংগ্রহ করা যাবে। আজ থেকে শুরু হয়েছে বিক্রি করার প্রক্রিয়া। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্লাবের বক্স অফিস থেকে কালেক্ট করা যাবে। এছাড়া সল্ট লেক স্টেডিয়ামের ২ নম্বর বক্স অফিস থেকে পাওয়া যাবে এই চ্যাম্পিয়ন্স টি-শার্ট।
সম্প্রতি আরও একটা বড় ঘোষণা করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনের সমস্ত র‍্যাম্পে জলের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।