Durand Cup: এফসি গোয়াকে সমীহ করে নয়া স্ট্রাটেজি মোহনবাগানের

MB SG Joy Mohun Bagan

কয়েকদিন আগেই শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan)। তাদের হারিয়েই মিলেছে ডুরান্ড (Durand Cup) সেমিফাইনালের টিকিট। এবার এফসি গোয়ার মুখোমুখি হতে হবে মেরিনার্সদের। তার আগে যথেষ্ট সাবধানী বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

প্রথমবার মুম্বাই সিটি এফসির বিপক্ষে জয় আসলেও তাতে গা ভাসাতে নারাজ সবুজ-মেরুন ব্রিগেড। চোট সমস্যা এখনো থেকে যাওয়ায় সেমিফাইনালে খেলার সম্ভাবনা কম অজি তারকা ব্রান্ডন হ্যামিলের। তবে এই বিদেশি ফুটবলার ছাড়া বাকি সবাইকেই সঙ্গে পাবেন বাগানের স্প্যানিশ কোচ। তাই গত কোয়ার্টার ফাইনাল ম্যাচের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিয়ে এগোতে চান ফেরেন্দো।

   

সেজন্য নয়া স্ট্রাটেজিতে অনুশীলন করাচ্ছেন সাদিকু সহ জেসন কামিন্স ও হুগো বুমোসদের। বলতে গেলে খুব অল্প ব্যবধানের মধ্যেই এএফসি কাপের পাশাপাশি ডুরান্ড কাপের ম্যাচ খেলতে হচ্ছে তাদের। সেজন্য কোনোভাবেই যাতে চোট ও আঘাতের সমস্যা না দেখা দেয়, সেদিকেই বাড়তি গুরুত্ব দিতে চান তিনি।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে গোয়া দলের পারফরম্যান্স খুব একটা ভালো না থাকলেও এবছর যথেষ্ট শক্তিশালী দল তৈরি করেছে গোয়া শিবির। জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান থেকে শুরু করে ম্যাকহিউ, উদান্তা সিং সহ পাওলো রেট্রের মতো ফুটবলার রয়েছেন এই ফুটবল দলে। এছাড়াও ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসিকে ও বড় ব্যবধানে হারিয়েছে এফসি গোয়।

তাই সেমির লড়াই যে মোটেও সহজ হবে না তা ভালোমতোই বুঝতে পারছেন হুয়ান ফেরেন্দো। এবারের সেমিফাইনালে নিজেদের পুরোনো ফর্ম যে ধরে রাখতে চাইবেন মানালো মার্কুইস তা বলাই চলে। তবে মুম্বাই বধ করার আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনাল জিতে ফাইনাল খেলতে চান বুমোস-কামিন্সরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন