Jamshedpur FC: নর্থইস্টের তরুণ মিডফিল্ডারকে দলে টানতে মরিয়া জামশেদপুর

শেষ ফুটবল সিজনটা খুব একটা মধুর ছিল না জামশেদপুর (Jamshedpur FC) ফূটবল দলের কাছে। শুরুতে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব।

Emil Benny

শেষ ফুটবল সিজনটা খুব একটা মধুর ছিল না জামশেদপুর (Jamshedpur FC) ফূটবল দলের কাছে। শুরুতে দাপুটে মেজাজে দেখা গেলেও পরবর্তীকালে আইএসএলে পিছিয়ে পড়তে থাকে এই ক্লাব। যারফলে, শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই নিজেদের অভিযান শেষ করে একবারের এই লিগশিল্ড জয়ীরা।

পরবর্তীতে বুথরয়েডের হাত ধরে সুপার কাপে এগোতে শুরু করলেও সেমিতেই ছিটকে যেতে হয় তাদের। তবে এবার স্কট কুপারের তত্ত্বাবধানে নতুন করে নিজেদের মেলে ধরতে মরিয়া জামশেদপুর এফসি। সেইজন্য গত মরশুমের পর থেকেই নতুন করে দল গঠনের কাজে হাত দেয় আইএসএলের এই দল।

গত মরশুমে দলের হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলারদের পাশাপাশি বিদেশি তারকা অ্যালেন স্টেভানোভিচ থেকে শুরু করে রেই তাচিকাওয়া, জেরেমি মানজোরো, এলসিনহোর মতো ফুটবলারদের আগমনে এবার যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে জামশেদপুর দল। সেইসাথে উইংগায়াম মুইরাং থেকে শুরু করে প্রোভাত লাকরা ও ইমরান খানের মতো উদীয়মান ডিফেন্ডারের উপস্থিতি যেন বাড়তি অক্সিজেন যোগ করেছে স্কোয়াডে। তবে মূল ফুটবল টুর্নামেন্টের আগে প্রি সিজনের মাধ্যমে খেলোয়াড়দের ভালো করে দেখে নিতে চান দলের কোচ। সেজন্য হিরো আইএসএল শুরু হওয়ার আগে প্রায় ৬টা থেকে ৮টা প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে জামশেদপুরের।

এসবের মাঝেই এবার নর্থইস্ট ইউনাইটেডের এক তরুণ মিডফিল্ডারকে দলে টানতে চলেছে জামশেদপুর ম্যানেজমেন্ট। তিনি বছর বাইশের প্রতিভাবান ফুটবলার এমিল বেনি। জন আব্রাহামের দলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে হিরো আইলিগের একাধিক ফুটবল ক্লাবের নজর তার উপরে থাকলেও শেষ পর্যন্ত জামশেদপুর দলের সঙ্গেই যুক্ত হতে চলেছেন তিনি।