লোনের মাধ্যমে পাঞ্জাব এফসির আরেক ফুটবলারকে দলে টানছে ইন্টার কাশি

আসন্ন আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব।

deepak devrani

আসন্ন আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। বলাবাহুল্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব। দেশের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে এই দল।

যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরার মতো তিনটি ইউরোপীয় ফুটবল ক্লাব। তাদের এই প্রথম বছরেই নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র উদ্দেশ্য তাদের ম্যানেজমেন্টের।

   

সেইমতো একাধিক দেশি ও বিদেশি তারকা ফুটবলারদের দলে টেনেছে এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে অন্যতম হল ব্রিটিশ ফুটবলার পিটার হার্টলি। গত কয়েকমাস আগেই তাকে সই করিয়েছে বারাণসীর এই ফুটবল ক্লাব। তবে শুধু বিদেশি ফুটবলার নয়, এবার এই নয়া দল তথা ইন্টার কাশির জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় তারকা সেহনাজ সিংকে। গত আইএসএল মরশুমে নর্থইস্ট দলে খেলতে দেখা গেলেও এবার আইলিগে খেলবেন এই নতুন দলের জার্সিতে।

তবে শুধুমাত্র ট্রান্সফার ফি দিয়ে খেলোয়াড় চূড়ান্ত করাই নয় আইএসএলের একাধিক ফুটবল দল থেকে লোনের ভিত্তিতে বহু ফুটবলারদের দলে টানার পরিকল্পনা ও রয়েছে তাদের। সেইমতো গত কয়েকদিন ধরেই তরুণ ডিফেন্ডার তেজস কৃষ্ণাকে অনুশীলন করতে দেখা যায় তাদের দলের সঙ্গে। কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর এবারের এই নয়া মরশুমের শুরুতে পাঞ্জাবি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এই ফুটবলার। তবে নয়া আইলিগ মরশুমের জন্য এবার লোনের মাধ্যমে কাশিতে খেলবেন তিনি। বর্তমানে তা পরিষ্কার। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরেক ফুটবলার।

তিনি দীপক দেবরানী। একটা সময় পৈলান অ্যারোজ থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন এই সেন্টারব্যাক। পরবর্তীতে পুনে সিটি থেকে শুরু করে মোহনবাগান, মিনার্ভা পাঞ্জাব, গোকুলাম কেরালা এফসিতে ও যথেষ্ট দাপিয়ে খেলেন এই তারকা। পরবর্তীতে চেন্নাইন এফসির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তাকে দলে নেয় পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে, নয়া আইলিগ মরশুমে তাকে ও লোনের মাধ্যমে ইন্টার কাশিতে পাঠাতে চলেছে পাঞ্জাব ম্যানেজমেন্ট।