এবারের মরশুমে আইএসএল জেতার পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। একটা সময় যাদের নকআউট খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল তারাই এবারের ভারতসেরা। সেই আনন্দে এখনো মাতোয়ারা আপামর সবুজ-মেরুন সমর্থকরা। যদিও সেই নিয়ে আর ভাবতে চান না বাগান হেডস্যার হুয়ান ফেরেন্দো।
এখন সুপার কাপ (Super Cup) যেতাই একমাত্র লক্ষ্য তার। কারন এই টূর্ণামেন্ট জিতলেই এফসি কাপের ছাড়পত্র পাবে এটিকে মোহনবাগান। সেজন্য গত ২রা এপ্রিল থেকেই অনুশীলনে নেমে পড়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম দিকে দলের সবাই কে না পাওয়া গেলেও ধীরে ধীরে দলের সঙ্গে যুক্ত হয়েছে সকলেই। দলের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস ও কেরালা উড়ে যাওয়ার আগে যুক্ত হয়েছিলেন দলের সাথে।
কিন্তু লিস্টন কোলাসোর অফ ফর্ম চিন্তায় রেখেছিল বাগান কোচকে। গত মরশুমের আইএসএলে প্রবল দাপটের সাথে ম্যাচ খেলে দল কে জেতালে ও এবার একেবারেই ভ্যানিশ ছিল সেই ম্যাজিক। এমনি হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সহজ সুযোগ ও মিস করেছিলেন এই গোয়ান ফুটবলার। তাই সুপার কাপেই লিস্টন কে ফর্মে ফেরাবার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন হুয়ান ফেরেন্দো। সেইমতো বাগান অনুশীলনে দুই উইংয়ের আক্রমণের দিকে জোড় দেওয়ার পাশাপাশি লিস্টন কে বাড়তি স্পেস ও দিচ্ছিলেন বাগান কোচ। এছাড়াও আশিক কুরুনিয়ানের চোটের কারনে কিয়ান কে দলে নেওয়ার কথা ও শোনা গিয়েছিল তার মুখ থেকে।
যেমন ভাবনা তেমন কাজ। সুপার কাপের প্রথম ম্যাচেই আশিক কুরুনিয়ানকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে কিয়ান কে নামান স্প্যানিশ কোচ। আজ অতিরিক্ত সময়ে দলের হয়ে গোল করেন জামশেদ পুত্র। অন্যদিকে আইএসএলে অফফর্ম থাকা লিস্টন ম্যাচের ৬ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন মোহনবাগান কে। তারপর আবার ২৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল।
যারফলে একটা সময় ২-০ গোলে পিছিয়ে পড়ে গোকুলাম কেরালা। যদিও পরবর্তীতে ব্যবধান বাড়ান হুগো বুমো থেকে শুরু করে মনবীররা। তবে সুপার কাপে যেন অন্য ছন্দে ধরা দিলেন লিস্টন কোলাসো। যাকে আটকাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় গোকুলাম ডিফেন্ডারদের।