Mohun Bagan: মুম্বই ম্যাচের আগে এবার মুখ খুললেন বুমোস, জানুন

আগামীকাল আইএসএলে অ্যাওয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে শক্তিশালী মুম্বই সিটির (Mumbai City FC) বিপক্ষে নামবে মোহনবাগান (Mohun Bagan)। যা নিয়ে এখন যথেষ্ট চিন্তায় সকলে। চলতি…

Hugo Boumous

আগামীকাল আইএসএলে অ্যাওয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে শক্তিশালী মুম্বই সিটির (Mumbai City FC) বিপক্ষে নামবে মোহনবাগান (Mohun Bagan)। যা নিয়ে এখন যথেষ্ট চিন্তায় সকলে। চলতি মরশুমের ডুরান্ড কাপে শেষবারের মতো এই ফুটবল দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল। জয় ও এসেছিল তাদের। কিন্তু সময় এগোনোর সাথে সাথে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে এই ফুটবল দল।

এবারের এএফসি চ্যাম্পিয়নস লীগ খেলেছে তারা। খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও দলের ছেলেদের লড়াইয়ে খুশি হয়েছিল সকলে। তাই এবারের এই ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে তাদের কাছে তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলতে গেলে, ডুরান্ড কাপের বদলার লড়াই এবার স্টুয়ার্টদের। অন্যদিকে, বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ডুরান্ড কাপের চ্যাম্পিয়নশিপের পর এবার আইএসএলে রেকর্ড করার লড়াই।

সেইমতো গত কয়েকদিন ধরে অনুশীলন করেছে মোহনবাগান। তাছাড়া এই ম্যাচ জিতলে এক ম্যাচ কম খেলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে মোহনবাগান। তাই যেভাবেই হোক এই অ্যাওয়ে ম্যাচে জয় পেতে চাইছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। সেইমতো মনবীর সিং থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোস হোক কিংবা অনিরুদ্ধ থাপা।

একে একে সকলকেই দেখে নিয়েছেন তিনি। আসলে সাংবাদিক বৈঠকে তিনি মুম্বই ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী থাকলেও আদতে এই ম্যাচ জিতেই লিগশিল্ড জয়ের সরনীতে ফিরতে চাইছেন বাগান হেড স্যার। তবে এক্ষেত্রে বিরাট বড় ফ্যাক্টর হতে পারেন মরোক্কান তারকা হুগো বুমোস। কিন্তু তিনিও ভুগেছেন চোটের সমস্যায়। তাই আদৌ তিনি সম্পূর্ণ সময় মাঠে থাকেন কিনা এখন সেটাই দেখার।

এসবের মাঝেই ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে বিষ্ফোরক হয়ে ওঠেন বুমোস। তার কথায়, “আমার একার পক্ষে মুম্বই সিটি এফসির মত দলকে হারানো সম্ভব নয়। আমরা সকলে একটা টিম। আমাদের নিজস্ব প্রচেষ্টা না থাকলে, কোনোভাবেই এমন শক্তিশালী দলকে হারানো সম্ভব নয়।” অর্থাৎ এক্ষেত্রে দলগত পারফরম্যান্সের দিকেই জোর দিতে শোনা যায় বুমোসকে।