Mohun Bagan: সবুজ-মেরুনের জয় রথ থামাল মুম্বই, রেফারিং নিয়ে ক্ষোভ সকলের

ওডিশাকে আটকে দিয়ে গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারানো সম্ভব হলেও এবার আর অপরাজিত থাকা সম্ভব হল না সবুজ-মেরুনের (Mohun Bagan)। রাহুল ভেকের মুম্বই সিটি এফসির…

Mumbai City FC

ওডিশাকে আটকে দিয়ে গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারানো সম্ভব হলেও এবার আর অপরাজিত থাকা সম্ভব হল না সবুজ-মেরুনের (Mohun Bagan)। রাহুল ভেকের মুম্বই সিটি এফসির বিপক্ষে নিজেদের প্রথম পরাজয় দেখলো হুয়ান ফেরেন্দোর ছেলেরা। নিরধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ২-১ গোল। মোহনবাগান দলের হয়ে অজি তারকা জেসন কামিন্স গোল পেলেও তা কাজে আসলনা এবার মুম্বই দলের দুই দাপুটে ফুটবলার তথা স্টুয়ার্ট ও বিপিন সিংয়ের করা গোলে এবার কার্যত পিছু হটতে হল ময়দানের এই প্রধানকে। যার দরুণ ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই থাকল মোহনবাগান দল। অন্যদিকে, গত ম্যাচে ঘরের মাঠে লাল-হলুদ দলের বিপক্ষে ড্র করলেও এবার হোম ম্যাচ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে নিল মুম্বই।

আরও পড়ুন:  Super Cup: সুপার কাপে কাদের খেলতে পাঠাবে মহামেডান? জানুন

   

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমের শুরুতে ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে মুম্বই সিটি এফসিকে ছিটকে দিয়েছিল মোহনবাগান। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তাই আজ ছিল বদলার লড়াই। এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা অনেক আগেই বুঝতে পেরেছিলেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

তাই গত সাংবাদিক বৈঠক থেকে ও যথেষ্ট সাবধানী মেজাজে দেখা গিয়েছিল তাকে। তবে আজ ম্যাচ জুড়ে কার্ডের বন্যা দেখা গেলেও ফেরেন্দোর পরিকল্পনা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন সকলে। আজ ম্যাচের ঠিক ২৫ মিনিটের মাথায় জেসন কামিন্সের করা গোলে মোহনবাগান এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষের দিকেই তা শোধ দিয়ে দেন স্টুয়ার্ট।

যারফলে, ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে ক্রমশ চাপ বাড়াতে থাকে মুম্বই। যদিও জবাব দিতে ছাড়েনি বাগান দল। তবে আশিষ রাইয়ের পাশাপাশি দলের দাপুটে উইঙ্গার তথা লিস্টন কোলাসোর কার্ড দেখায় যথেষ্ট চাপে পড়ে যায় মোহনবাগান। পরবর্তীতে বিপিন সিংয়ের গোল অনেকটাই আত্মবিশ্বাসী করে তোলে মুম্বই দলকে। তবে উভয় পক্ষের ফুটবলারদের ঘন ঘন কার্ড দেখার দরুণ ম্যাচে ফিরে আসতে যথেষ্ট সমস্যা দেখা দেয় সকলের। যারফলে, শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মেরিনার্সদের।