Juan Ferrando: জেসনের মতো একই সমস্যায় পড়েছিলেন বাগান কোচ

ভাঙা দল নিয়েও জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ই ন্ডিয়ান সুপার লীগে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে দল। একাধিক ফুটবলার অনুপস্থিত থাকার পরেও…

Juan Ferrando Jason Cummings

short-samachar

ভাঙা দল নিয়েও জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ই ন্ডিয়ান সুপার লীগে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতেছে দল। একাধিক ফুটবলার অনুপস্থিত থাকার পরেও টিমের পারফরম্যান্সে খুশি হুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তবে স্কোয়াডে চোট, আঘাত সমস্যার কথা বারবার বললেন ম্যাচের পর।

   

বুধবার জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে জিতেছে মোহন বাগান সুপার জায়ান্ট। ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার হুগো বুমোস ও স্ট্রাইকার জেসন কামিংস ছিলেন মাঠের বাইরে। “গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল। এখনও আছে। তবে এটাই ফুটবল, এ সব সত্বেও আমাদের কাজ করে যেতে হবে। আনোয়ার, আশিক, জেসন, হুগো কেউই তো খেলতে পারছে না। তা সত্ত্বেও যে জিতেছি, সে জন্য আমি খুশি”, বলেছেন বাগান কোচ।

“তবে আমাদের দলে খুব শীঘ্রই ভারসাম্য আনতে হবে। ছেলেদের সাহায্য করতে হবে যাতে তারা সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরে আসতে পারে। আগামী দিনে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।”

জেসন কামিন্সের অনুপস্থিতি সম্পর্কে বলতে গিয়ে হুয়ান জানিয়েছেন, “জেসনের জ্বর, সর্দি সারানোর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমিও গত সপ্তাহে একই সমস্যায় পড়েছিলাম। তাই জানি, অন্তত দু-তিন দিন লাগে এটা সারতে। তবে সবার ক্ষেত্রে একই সময় লাগে না। এখন খেলোয়াড়দের দু’দিন লাগবে রিকভারির জন্য। তারপর দেখব, কে কতটা সুস্থ। সেই অনুযায়ী পরবর্তী এএফসি কাপের ম্যাচের প্রস্তুতি শুরু করবো।”