ISL: বেঙ্গালুরু নিয়ে যথেষ্ট সাবধানী বাগান অধিনায়ক শুভাশিস

গতকাল, শনিবার আইএসএলের (ISL) প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় কলকাতার এই…

Subhasish Bose

গতকাল, শনিবার আইএসএলের (ISL) প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় কলকাতার এই প্রধান। গোল করেন যথাক্রমে জেসন কামিন্স ও দিমিত্রি পেট্রতোস। তারপর দ্বিতীয়ার্ধে বাগান ডিফেন্ডারদের ভুলে গোলের সুযোগ চলে আসে প্রতিপক্ষ দলের কাছে।

সুযোগ বুঝে ব্যবধান কমিয়ে নেয় পাঞ্জাব এফসি। তবে দ্বিতীয়ার্ধের শেষের দিকে মাঠে নেমে দলকে আবার ও দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন তরুণ তারকা মনবীর সিং। শেষ পর্যন্ত ওই ফলাফলেই ম্যাচ জয়। যারফলে, স্বাভাবিকভাবেই খুশি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট সহ দলের সমর্থকরা।

   

কার্ড সমস্যা থাকায় এই ম্যাচে খেলতে পারেনি বাগানের তরুণ ফুটবলার অনিরুদ্ধ থাপা। যারফলে, কিছুটা হলেও চাপ ছিল মেরিনার্সদের। তবে সুযোগ বুঝে জয় তুলে নিয়েছে দলের ফুটবলাররা। অন্যদিকে, এই জয় আশিক কুরুনিয়ানকে ও উৎসর্গ করতে দেখা যায় বাগান তারকাকে। তবে এই খুশির জোয়ারে এখনই গা ভাসাতে চাইছেন না বাগান অধিনায়ক শুভাশিস বোস (Mohun Bagan’s Captain Subhasish Bose)।  আগামী ২৭ তারিখ ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে হবে তাদেরকে। ম্যাচটা যে সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন এই বাগান অধিনায়ক। তাই সাংবাদিকদের সামনে যথেষ্ট সাবধানী মনভাবে ধরা দিলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগান অধিনায়ক বলেন, “আইএসএলের প্রথম ম্যাচে আমাদের দল যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে। সবাই নিজের একশো শতাংশ দিয়েছে। আমাদের কাছে গোলের অনেক সুযোগ এসেছিল। আগামী দিনে তা কাজে লাগাতে হবে। তাছাড়া দলের সমর্থকরা ও আছ যথেষ্ট সমর্থন দিয়েছে। তার জন্য অনেক ধন্যবাদ।

পাশাপাশি বেঙ্গালুরুর প্রসঙ্গে তিনি বলেন, এই ম্যাচে সুনীল ছেত্রী নেই ঠিকই তবে ওদের দলে দুজন বিদেশি ফুটবলার রয়েছে। যাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো। ডিফেন্ডার ও যথেষ্ট ভালো। তাই লড়াই খুব একটা সহজ হবে না। তবে হোম ম্যাচে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি পুরো পয়েন্ট নিয়ে আসার পরিকল্পনা আমাদের থাকবে।”